1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
সোমবার, ২৭ অক্টোবর ২০২৫, ১০:১০ অপরাহ্ন
শিরোনাম :
চন্দনাইশে এলডিপি’র প্রতিষ্ঠা বার্ষিকী পালন আনোয়ারা মানবসেবা ফাউন্ডেশন এর ২০২৫-২৬ কার্যকরী নতুন কমিটি গঠন আমিরাতের রাস আল খাইমায় দৃষ্টিনন্দন সর্বোচ্চ পর্বত ও বিশ্বের দীর্ঘ জিপলাইন জাবেল জেইস -শাহেদ সরওয়ার আহলা দরবার শরীফে ইসলাম মওলা (রহ.)-এর ৪৩তম ওরশ উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত বোয়ালখালীতে কাভার্ড ভ্যান থেকে চালকের মরদেহ উদ্ধার সমাজ বিনির্মাণে প্রয়াসের অবদান প্রশংসনীয়; কেবিনেট সভায় আই.ই.বি’র সেন্ট্রাল মেম্বার প্রকৌশলী মোমিনুল হক মগ ভর্তি পানি পান করলো বিষধর খৈয়া গোখরো, বোয়ালখালীতে বিরল দৃশ্য পটিয়ায় লিটল জুয়েলস্ চাইল্ড্্কেয়ারবার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা পুরস্কার বিতরণ পটিয়ায় ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণকালে ইদ্রিস মিয়া- গণতন্ত্র পুনরুদ্ধার ও জাতীয়ঐক্য গঠনে ্সবাইকে ঐকবদ্ধ হওয়ার আহবান রাষ্ট্রের মালিক জনগণের ইচ্ছাই বাংলাদেশ পরিচালিত হবে – এনামুল হক এনাম

চন্দনাইশে সাতবাড়িয়াতে সুন্নী কনফারেন্সে পীর আল্লামা গিয়াস উদ্দীন আত্ব-তাহেরী (মা:জি:আ) মোবাইল থেকে চোখকে হেফাজত করে কুরআনের দিকে নজর দিয়ার আহবান

  • প্রকাশিত: রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩
  • ৬৫৩ বার পড়া হয়েছে

জাহাঙ্গীর আলম চৌধুরী
চন্দনাইশ প্রতিনিধি:-
ফয়েজিয়া দরবার শরীফ বি-বাড়ীয়ার সাজ্জাদানশীন পীরে কামেল মুফতি গিয়াস উদ্দীন আত্ব-তাহেরী বলেছেন,সুন্নীয়তের পতাকার কথা যেন বাংলাদেশে নয়,সারা বিশ্বে বলার জন্য কাজ করে যাচ্ছেন। টিকটকের ফাঁদে পড়ে অনেকের ইমান নষ্ট হয়ে যাচ্ছে। সৎ স্বপ্ন,বড় স্বপ্ন,রেসালত, নবুয়ত ও বেলায়ত,চন্দনাইশের মানুষের মাঝে পাওয়া যায়। চন্দনাইশের মানুষ নবী প্রেমিক ও অলির প্রেমিক। সুন্নীয়তের ধার্মিক কিছু কিছু মানুষ সংসদে থাকা দরকার। অন্যথায় ইসলামী শরিয়ত প্রতিষ্টা করা কঠিন হবে। সন্ত্রাস জ্বালাও পোড়াও, পেট্টোল বোমা নিক্ষেপ,বাংলাদেশ থেকে দুর করে ইসলামকে সঠিক পথে পরিচালিত করতে হবে। বিগত দেড় হাজার বছর ধরে যারা ইসলামকে নিয়ে ভুল তথ্য দিচ্ছে তাদেরকে চিহিৃত করতে হবে। বেলায়তের সিঁড়ি হচ্ছেন নবী-রাসূলেরা। বেলায়তের মধ্যদিয়ে আল্লাহর নৈকট্য লাভ করা যায়। যারা আল্লাহকে ভয় করেছে তারা অলি হয়ে গেছে। মোবাইল থেকে চোখকে হেফাজত করে কুরআনের দিকে নজর দিয়ার আহবান জানান। মুরাকাবা বা মুসাহাদার মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করে তাঁর বন্ধু হতে পারবে। মা-বাবাকে কষ্ট দাতা,হক নষ্টকারীরা কোনোদিন মোমেন হতে পারবেনা। হিংসার জায়গা পৃথিবী নয়, সৌহার্দ্যপূর্ণ ভাবের জায়গা হচ্ছে পৃথিবী। প্রধান বক্তা পীরে কামেল আল্লামা আবুল কাশেম নূরী (মা:জি:আ) বলেছেন,যুবকদেরকে ইসলামের পথ অনুসরণ করে যৌতুকবিহীন বিবাহ সম্পন্ন করতে হবে। ৫ ওয়াক্ত নামাজ আদায়ের পাশাপাশি প্রতিদিন কোরআন তেলাওয়াত করতে হবে। তাহলে নিজের এবং দেশের কল্যাণ বয়ে আনবে।
গত ২৫ নভেম্বর (শনিবার) রাতে রজবীয়া নূরীয়া কমিটি বাংলাদেশ ও আহলে সুন্নাত যুব পরিষদ চন্দনাইশ শাখার উদ্যোগে সুন্নী কনফারেন্স সাতবাড়িয়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। হাফেজ নগর দরবার শরীফ মাবুদ মঞ্জিলের সাজ্জাদানশীন পীরজাদা সৈয়্যদ মুফতি আশেকুর রহমান আল-হাফেজ নগরী মাইজভান্ডারী’র সভাপতিত্বে মাহফিলে প্রধান আলোচক ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামাত কেন্দ্রীয় কমিটির মহাসচিব,আনজুমানে রজবীয়া নূরিয়া ট্রাষ্ট্রের প্রেসিডেন্ট পীরে তরিকত আল্লামা আবুল কাশেম নূরী। বিশেষ আলোচক ছিলেন নর্থ ব্রংকস ইসলামিক সেন্টার জামে মসজিদ নিউইয়র্ক, আমেরিকার পরিচালক ও খতিব শায়খ মুহাম্মদ সাইফুল আজম বাবর আল আজহারী (মা:জি:আ), বিশেষ আলোচক ছিলেন ফয়েজীয়া দরবার শরীফ বি-বাড়ীয়ার পীর আল্লামা মুফতি গিয়াস উদ্দীন আত্ব-তাহেরী (মা:জি:আ),প্রধান অতিথি ছিলেন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আবু আহমেদ চৌধুরী জুনু,উদ্বোধক ছিলেন,কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের তথ্য ও গবেষণা সম্পাদক নেতা মীর মো.মহিউদ্দীন। আহলে সুন্নাত যুব পরিষদ দক্ষিণ জেলার সভাপতি মুহাম্মদ আয়ুব তাহেরীর সঞ্চালনায় তকরির করেন, শাহাজাদা সৈয়দ মোরশেদুজ্জামান আমিরী, মাও.ওমর ফারুক নঈমী,শাহাজাদা মাও.মো.আবুল ফোরকান হাসেমী,মাও. মাহমুদুল হাসান আনসারী,মাও.আবুল কালাম আজাদ, শাহাজাদা সৈয়দ মুফতি মাও.বোরহান উদ্দীন,শায়ের মো.জানে আলম,মো.ইমরান হোসেন,রবিউল হোসেন দায়েমী,মোবারক আলী রাহাত। বিশেষ অতিথি ছিলেন চন্দনাইশ উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মো. সাখাওয়াত হোসেন শিবলী, সংবর্ধেয় অতিথি সৃজনী বাংলাদেশ চেয়ারম্যান মাষ্টার হুমায়ূন কবির, চন্দনাইশ প্রেস ক্লাবের সভাপতি এড.মো.দেলোয়ার হোসেন, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম চৌধুরী, চন্দনাইশ প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আজিমুশ শানুল হক দস্তগীর,মো.মাহমুদুল রহমান হাসান আনচারী, মাহফিলের শুরুতে জামেয়া আহমদীয়া সুন্নিয়া মাদ্রাসার ৪ বছরের শিশু মোবারক আলী রাহাত নাতে রাসূল পাঠ করে মাহফিলে আগত মেহমানদের তাক লাগিয়ে দেয়। সব মিলিয়ে পছন্ড শীতে হাজার হাজার দর্শক শ্রোতা ২ ঘন্টার অধিককাল তকরীর করে সুন্নিয়তের বাস্তবায়নের সকলের আন্তরিকতা, সহযোগিতা করার আহবান জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট