জাহাঙ্গীর আলম চৌধুরী
সিনিয়র স্টাফ রিপোর্টারঃ
চন্দনাইশে জাতীয় শিক্ষা সপ্তাহ -২০২৪ এর আলোকে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান ও প্রতিষ্ঠান প্রধান ঘোষণা করা হয়েছে। গত সোমবার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এস জিন্নাহ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে মাদ্রাসা ক্যাটাগরিতে শ্রেষ্ঠ প্রতিষ্ঠানের স্বীকৃতি পেয়েছে উপজেলার একমাত্র কামিল মাদ্রাসা হাশিমপুর ইসলামিয়া মকবুলিয়া কামিল (এমএ) মাদ্রাসা। এছাড়া প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আলম শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হিসাবে এবারের শিক্ষা সপ্তাহে নির্বাচিত হয়েছেন।
এই উপলক্ষ্যে গতকাল মঙ্গলবার মাদ্রাসা মিলনায়তনে শিক্ষক-শিক্ষার্থীদের পক্ষ থেকে শুকরানা মাহফিল ও অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ নুরুল আলমকে সংবর্ধনা প্রদান করা হয়। মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা হারুনুর রশিদের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মাওলানা আইয়ুব আনসারী, মুহাম্মদ নাজমুল করিম, মাওলানা আব্দুল করিম, মুহাম্মদ জসিম উদ্দিন, মাওলানা নুরুল ইসলাম, রাজন আচার্য, রোজিনা আক্তার, রেবেকা সুলতানা, সাবিহা নাজমুন নাহার, নুরুন নাহার, এস কে মিত্র, জাফর আহমদ, মাওলানা মুহাম্মদ কামাল উদ্দিন, মুহাম্মদ মুরাদুল ইসলাম, নয়ন মনি প্রমুখ।