1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
বৃহস্পতিবার, ০৩ অক্টোবর ২০২৪, ০৪:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে মায়ের সাথে কথাকাটাকাটি, অভিমানে বিষ পান বোয়ালখালীতে সাংবাদিকদের সাথে জামায়াতের মতবিনিময় সভা বোয়ালখালীতে মেধস আশ্রমে শুভ মহালয়ার মধ্য দিয়ে দেবীপক্ষের সূচনা বোয়ালখালীতে নগদ টাকাসহ গরু লুট করে নিয়ে গেছে ডাকাত দল শারদীয়া দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সাথে জামায়াতের মতবিনিময় সভা অনুষ্ঠিত ডাচ্-বাংলা ব্যাংক (পিএলসি) পলাশবাড়ী উপ শাখার শুভ উদ্বোধন পটিয়ায় লিটল জুয়েলস চাইল্ড কেয়ার এর ক্লাস পার্টি অনুষ্ঠিত কলমের আলোয় আলোয় ছেঁয়ে যাবে আমাদের এই নবান্নের দেশ সহ পুরো বিশ্ব। কলম একাডেমি লন্ডনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে বক্তারা পটিয়াতে প্রত্যয়ের উদ্যোগে “মুক্তির মন্দির সোপান তলে” অনুষ্ঠান। সন্দ্বীপ স্টুডেন্টস্ এসোসিয়েশন চট্টগ্রাম কলেজের উদ্যােগে ফ্রি মেডিকেল হেল্থ ক্যাম্প

চন্দনাইশে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালন

  • প্রকাশিত: শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩
  • ১৫৭ বার পড়া হয়েছে

জাহাঙ্গীর আলম চৌধুরী
সিনিয়র স্টাফ রিপোর্টার
চন্দনাইশে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ব্যাপক কর্মসূচী নিয়ে মহান বিজয় দিবস পালন করা হয়। ১৬ ডিসেম্বর (শনিবার) সরকারী ঘোষণা মোতাবেক সকাল সাড়ে ৭ টায় চন্দনাইশ পৌরসভার কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বিভিন্ন রাজনৈতিক দল, প্রশাসন, সামাজিক, সংস্কৃতিক ও শিক্ষা প্রতিষ্ঠান। তবে উপজেলা আ’লীগ ও অঙ্গ সংগঠনের পক্ষ থেকে ১৫ ডিসেম্বর মধ্যরাতে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী। উপজেলা আ’লীগ, পৌর আ’লীগ, যুবলীগ, সকালে শহীদ মিনারে পুষ্প স্তবক অর্পন করেন। উপজেলা নিবার্হী কর্মকর্তা মাহমুদা বেগম, পৌর মেয়র মুহাম্মদ মাহবুবুল আলম খোকা, থানা অফিসার ইনচার্জ ওবায়দুল ইসলাম,সাবেক উপজেলা চেয়ারম্যান ও কেন্দ্রীয় আ’লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির সদস্য আলহাজ্ব আবদুল জব্বার চৌধুরী।
১৬ ডিসেম্বর সকালে ৫০ বার তোপধ্বনির মধ্য দিয়ে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা বেগম, থানা অফিসার ইনচার্জ ওবায়দুল ইসলাম, তাছাড়া উপজেলা প্রশাসন, থানা প্রশাসন, চন্দনাইশ পৌরসভা, মুক্তিযোদ্ধা সংসদ, চন্দনাইশ আনসার ভিডিপি,সাব রেজিস্ট্রার অফিস,পল্লী বিদ্যুৎ জোনাল অফিস চন্দনাইশ,উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কার্যালয়, চন্দনাইশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, গাছবাড়ীয়া সরকারি কলেজ, আমানত ছফা বদরুনেছা মহিলা ডিগ্রী কলেজ, উপজেলা ও পৌরসভা আ’লীগ, যুবলীগ, ছাত্রলীগ, সেচ্ছাসেবক লীগ, কৃষকলীগ, মহিলা আ’লীগ, সৈনিকলীগ, মৎস্যজীবী লীগ, মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ, উপজেলা এলডিপি, ইসলামী ফ্রন্ট, ইসলামী ছাত্র সেনা,ও যুব সেনা,গাছবাড়িয়া সরকারী মডেল উচ্চ বিদ্যালয়,চন্দনাইশ কাশেম মাহবুব উচ্চ বিদ্যালয়, ফাতেমা জিন্নাহ বালিকা উচ্চ বিদ্যালয়, মমতাজ বেগম উচ্চ বিদ্যালয়, দোহাজারী উচ্চ বিদ্যালয়, দোহাজারী জামিজুরী উচ্চ বিদ্যালয়, বিজিসি ট্রাস্ট স্কুল এন্ড কলেজ, হাশিমপুর এম.এ.কে.ইউ উচ্চ বিদ্যালয়, বরকল এস জেড উচ্চ বিদ্যালয়, বরমা ত্রাহি মেনকা উচ্চ বিদ্যালয়, সুচিয়া আর.কে উচ্চ বিদ্যালয়, পূর্ব চন্দনাইশ সরকারি প্রাথমিক বিদ্যালয়, বরমা ইউনিয়ন যুবলীগ, বরকল ইউনিয়ন যুবলীগ, চন্দনাইশ সদর ব্যবসায়ী কল্যাণ সমিতি, মক্কা আওয়ামী ফাউন্ডেশন, বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা, প্রতিবন্ধী সংস্থা সহ বিভিন্ন সামাজিক, সংস্কৃতিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠান। কাসেম মাহাবুব উচ্চ বিদ্যালয় মাঠে পৌর মেয়র, জনপ্রতিনিধি, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, চন্দনাইশ উপজেলা প্রেস ক্লাব কর্মরত সাংবাদিক,স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গসহ সর্বস্তরের মানুষ।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে স্বাধীনতা উপলক্ষ্যে চিত্রাংকন, রচনা প্রতিযোগিতা, ১৬ ডিসেম্বর কাসেম-মাহবুব উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে জাতীয় দিবসের কর্মসূচী শুরু হয়। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশ গ্রহণে কুচ-কাওয়াজ, ডিসপ্লে, শারীরিক খসরত, বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা শেষে


পরে মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা, আলোচনা ও পুরস্কার বিতরণী সভা নির্বাহী কর্মকর্তা মাহমুদা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। আকতার সানজিদা পপি’র সঞ্চালনায় আলোচনা সভায় অংশ নেন, সহকারী কমিশনার (ভূমি) ডিপ্লোমেসি চাকমা,
পৌর মেয়র মাহবুবুল আলম খোকা, উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা সোলাইমান ফারুকী, মহিলা ভাইস চেয়ারম্যান এড. কামেলা খানম রুপা, থানা অফিসার ইনচার্জ ওবায়দুল ইসলাম, মুক্তিযোদ্ধা কমান্ডার জাফর আলী হিরু। আরো উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা ফেরদাউছ ইসলাম খাঁন, নারী নেত্রী সঞ্চিতা বড়ুয়া,উপজেলা প্রকৌশলী জুনাইদ আবছার চৌধুরী, মাধ্যমিক শিক্ষা অফিসার রতন কুমার সাহা, প্রাথমিক শিক্ষা অফিসার শাখাওয়াত হোসেন, কৃষি অফিসার আজাদ হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রিয়াদ হোসেন, একাডেমী সুপারভাইজার বিপিন চন্দ্র রায়, চেয়ারম্যান এডভোকেট খোরশেদ বিন ইসহাক, যথাক্রমে-এডভোকেট নাছির উদ্দিন, সৈয়দ বদিউল আলম ভান্ডারী, আবুল কাসেম গাউস বাংলা,চন্দনাইশ উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম চৌধুরী।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট