জাহাঙ্গীর আলম চৌধুরী,চন্দনাইশ প্রতিনিধি:-
জাতীয় শোক দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন, আ.লীগ, অঙ্গসংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক প্রতিষ্ঠানের পক্ষ থেকে ব্যাপক কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়।
১৫ আগস্ট (মঙ্গলবার) সকালে বিভিন্ন প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করে অর্ধ-নির্মিত করে রাখা হয়। তাছাড়া বিভিন্ন প্রতিষ্ঠানে পক্ষ থেকে খতমে কোরআন, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উপজেলা পরিষদের সম্মুখে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আবদুল জব্বার চৌধুরী, পৌর মেয়র মাহাবুবুল আলম খোকা, মেয়র লোকমান হাকিম, থানা অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন, মুক্তিযোদ্ধা সংসদ, পল্লী বিদ্যুৎ সমিতি, সাব-রেজিষ্টার অফিস, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, চন্দনাইশ উপজেলা প্রেসক্লাব,উপজেলা পৌরসভা যুবলীগ, ফাতেমা জিন্নাহ বালিকা উচ্চ বিদ্যালয়, কাসেম মাহাবুব উচ্চ বিদ্যালয়, সাতবাড়ীয়া উচ্চ বিদ্যালয়, বরমা ডিগ্রি কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান শ্রদ্ধা নিবেদন করার পাশাপাশি চিত্রাংকন, রচনা প্রতিযোগিতা, আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল শেষে পুরষ্কার বিতরণের আয়োজন করা হয়।
উপজেলা প্রশাসনের উদ্যোগে কাসেম মাহাবুব উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আলোচনা সভা নির্বাহী কর্মকর্তা মাহমুদা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আবদুল জব্বার চৌধুরী, পৌর মেয়র মাহাবুবুল আলম খোকা, মেয়র লোকমান হাকিম, থানা অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন, মুক্তিযোদ্ধা জাফর আলী হিরু, সহকারী কমিশনার (ভূমি) জিমরান মোহাম্মদ সায়েক। পরে রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।