জাহাঙ্গীর আলম চৌধুরী
চন্দনাইশ প্রতিনিধি:-
চন্দনাইশ উপজেলাধীন ঐতিহ্যবাহী সাতবাড়িয়া হাফেজ নগর দরবার শরীফ গাউছিয়া মাবুদ মঞ্জিল আওলাদে রাসূল সাল্লাল্লাহু তা’আলা আলাইহি ওয়াসাল্লাম সুফি সম্রাট মুফতি-এ -আজম হযরত সৈয়্যদ মাবুদুল হক আল-হাফেজ নগরী মাইজভান্ডারী’র বড় শাহজাদা ও পীরে ত্বরীকত হযরত মাওলানা মুফতী সৈয়্যদ আশেকুর রহমান আল হাফেজ নগরী মাইজভান্ডারী (মা:জি:আ)’র বড় ভাই পীরে ত্বরীকত হযরত মাওলানা সৈয়্যদ আরাফাতুল হক আল-হাফেজ নগরী মাইজভান্ডারী’র “চাহারম” শরীফ অনুষ্ঠিত হয়েছে।
২০ নভেম্বর (সোমবার) দুপুরে “চাহারম” শরীফ উপলক্ষ্যে পবিত্র তিলাওয়াতে কুরআন, তিলাওয়াতে সহীহ বুখারী শরীফ মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে বিভিন্ন দরবারের সাজ্জাদানশীন, পীর মাশায়েখ, ওলামায়েকেরাম ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিক,বহুদূরান্ত থেকে আগত মেহমানসহ দরবারের অসংখ্য ভক্ত আশেক উপস্থিত ছিলেন।