জাহাঙ্গীর আলম চৌধুরী
সিনিয়র স্টাফ রিপোর্টার:
চন্দনাইশ পৌরসভার তালুকদার পাড়া মনিরুজ্জামান শাহ (রহ.)’র ২৩তম বার্ষিক ওরশ ও স্থানীয় মুরব্বিদের ইছালে সাওয়াব উপলক্ষ্যে ঈদে মিলাদুন্নবী (দ.) আয়োজন করা হয়। গত ২৮ ফেব্রুয়ারি বাদে আছর আযান, হামদ, না’ত, কেরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বাদে এশা স্থানীয় মাঠে জেলা প্রশাসক কার্যালয়ের নাজির মো. জামাল উদ্দীনের সভাপতিত্বে তকরির করেন মাওলানা মুফতি আব্দুল আজিজ রজভী, সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা সোলাইমান ফারুকী, মাওলানা সোহাইল উদ্দীন আনছারী, মাওলানা আবু বক্কর ছিদ্দিক, মাওলানা মোহাম্মদ জসিম উদ্দীন, অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভা এলডিপির সভাপতি এম আইনুল কবির, যুবদল নেতা সিরাজুল ইসলাম, মো. আজম, সাবেক কমিশনার খোরশেদ আলম সবুজ, হেলাল উদ্দীন, সাংবাদিক জাহাঙ্গীর আলম চৌধুরী, দিদারুল আলম প্রমূখ।