1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০৭:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
পটিয়া পূর্ব ডাঙ্গাপাড়া জামাল উদ্দিনের বসতভিটা দখলের পাঁয়তারা,থানায় অভিযোগ। শিক্ষা ব্যবস্হা সংস্কার ও জাতীয়করণ বাস্তবায়নের লক্ষ্যে স্মারকলিপি প্রদান রাসুল (সা.) বিশ্ব তথা মানব জাতির জন্য রহমত। হাফিজ মাছুম আহমদ দুধরচকী। লায়ন্স ক্লাব অব চিটাগাং এপেক্স এর আয়োজনে ফটিকছড়ি, ভূজপুর, বন্যা-কবলিত এলাকায় ত্রাণ সামগ্রী, বিতরন ও বৃক্ষ রোপন কর্মসূচি জশনে জুলুস সফল করার আহবান পটিয়ায় মাইজভান্ডারি গাউসিয়া হক কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটিয়ায় মিথ্যা গরু চুরির মামলায় দুই ভাইকে ফাঁসানোর অভিযোগ ঘর থেকে তুলে নিয়ে মারধর ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন রাঙ্গুনিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষী গাছ কেটে নেয়ার অভিযোগ আওয়ামী লীগ নেতা-কর্মীদের আশ্রয়প্রশয়দাতা হয়ে উঠছেন_বিএনপির শাজাহান তালুকদার। শাহ্ সুফি হযরতুল আল্লামা আলহাজ্ব আবদুল মাবুদ হুজুরের ইন্তেকাল মা হয়েছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোন

চন্দনাইশে মখলেছুর রহমান চৌধুরী-আলতাজ খাতুন ফাউন্ডেশন মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ সম্পন্ন

  • প্রকাশিত: শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩
  • ৩১৭ বার পড়া হয়েছে

জাহাঙ্গীর আলম চৌধুরী,চন্দনাইশ প্রতিনিধি:-

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় চন্দনাইশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের উদ্যোগে ‘মখলেছুর রহমান চৌধুরী-আলতাজ খাতুন ফাউন্ডেশন মেধাবৃত্তি’ পরীক্ষার পুরস্কার বিতরণ ও সনদ প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
২৯ এপ্রিল (শনিবার) বিকেলে গাছবাড়িয়া নিত্যানন্দ গৌরচন্দ্র সরকারী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান এ টি এম পেয়ারুল ইসলাম।
প্রধান অতিথি বলেন,বৃত্তি পরীক্ষার মাধ্যমে ছাত্রছাত্রীদের মধ্যে প্রতিযোগিতামূলক মেধার বিকাশ ঘটে। ফলে তারা দেশ ও জাতির উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। তিনি বলেন,বর্তমান সরকার শিক্ষা বন্ধব সরকার।
দেশের সব শিশুকে স্কুলমুখী করতে সরকার বিনামূল্যে নতুন বই বিতরণ, বৃত্তি প্রদান থেকে শুরু করে সবধরনের উদ্যোগ গ্রহণ করেছে। ফলে এখন দেশের প্রত্যেক শিশু লেখাপড়ার সুযোগ পাচ্ছে। দেশে এখন শিক্ষিতের হার বৃদ্ধি পাচ্ছে।

চন্দনাইশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি
মো.শাহজাহানের সভাপতিত্বে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী।
প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড.সুকান্ত ভট্টাচার্য্য।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আ’লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান,সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সাবেক চেয়ারম্যান প্রফেসর ড.আবদুল গফুর,পৌর মেয়র মু. মাহবুবুল আলম খোকা,চন্দনাইশ উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য আবু আহমেদ চৌধুরী জুনু,জেলা পরিষদ সদস্য ফারহানা আফরীন জিনিয়া, বিশেষ আলোচক ছিলেন যথাক্রমে, উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা বেগম,বরমা ডিগ্রি কলেজের অধ্যক্ষ জাহাঙ্গীর আলম,বীর মুক্তিযোদ্ধা জাফর আলী হিরু,বীর মুক্তিযোদ্ধা ফেরদৌসুল আলম খান,চট্রগ্রাম দক্ষিণ জেলা মহিলা আ’লীগের দপ্তর সম্পাদক সঞ্চিতা বড়ুয়া,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাখাওয়াত হোসেন,সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার তপন কুমার পোদ্দার,বরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোরশেদ আলম টিটু,বৈলতলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আনোয়ারুল মোস্তফা চৌধুরী দুলাল, উপজেলা আ’লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হেলাল উদ্দীন চৌধুরী,চন্দনাইশ পৌরসভা যুবলীগের সভাপতি এম.সিরাজুল ইসলাম চৌধুরী,উপজেলা ছাত্রলীগের সভাপতি আলমগীরুল ইসলামসহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক,সহকারী শিক্ষকমন্ডলী,অভিভাবক,সাংবাদিক, শিক্ষার্থী ও বিভিন্ন ইউনিয়নের গণ্যমাণ্য ব্যক্তিবর্গ।
মখলেছুর রহমান চৌধুরী-আলতাজ খাতুন মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি আবদুস সত্তার চৌধুরী,চন্দনাইশ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবদুল জব্বার চৌধুরী ও চন্দনাইশ সমিতি-চট্টগ্রাম এর ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও বাংলাদেশ আ’লীগ ত্রাণ ও সমাজ কল্যাণ উপ-কমিটির সাবেক সদস্য আবদুল কৈয়ুম চৌধুরী এর পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠান পরিচালনায় ছিলেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক রূপম কুমার নাথ।
পরে বৃত্তি প্রাপ্ত প্রায় ২শত ৮৩জন ক্ষুদে ছাত্র-ছাত্রী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার,সনদপত্র,ক্রেস্ট ব্যাগ,প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট