জাহাঙ্গীর আলম চৌধুরী
সিনিয়র স্টাফ রিপোর্টার:
১৫ মার্চ (শনিবার) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত উপজেলার ১০টি ইউনিয়নের ৩০টি ওয়ার্ডে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে এডভোকেসী ও পরিকল্পনা সভা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
১৩ মার্চ সকালে উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা. রশ্মি চাকমার সভাপতিত্বে পরিকল্পনা সভায় আলোচনায় অংশ নেন ডা. সুমিত ভট্টাচার্য্য, আবাসিক মেডিকেল অফিসার যথাক্রমে ডা. আবু রাশেদ মো. নুরুদ্দীন, ডা. দীপন দেবনাথ, মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রন) মুহাম্মদ আবদুর রাজ্জাক, এম.টি (ইপিআই) মাওলানা শহীদুল আলম, মহিউদ্দিন সিকদার, পরিসংখ্যানবিদ পুপুল চৌধুরী, কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে, আগামী ১৫ মার্চ ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে ২টি স্থায়ী ও ২৪০টি অস্থায়ী কেন্দ্রসহ মোট ২৪২টি কেন্দ্রে ৬মাস থেকে ১১মাস বয়সী ৬ হাজার, ১২মাস থেকে ৫৯মাস বয়সী ৩৪ হাজার ৫’শ শিশুসহ ৪০ হাজার ৫’শ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এ কার্যক্রম বাস্তবায়নে ১২০ জন সুপার ভাইজার, ৪৮৪ জন স্বাস্থ্য কর্মী কাজ করবেন।