চন্দনাইশ প্রতিনিধি:
উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়ন পরিষদে ভিজিএফ কার্ড বিতরণকে কেন্দ্র করে বিএনপি-এলডিপি’র মধ্যে দু’দফা সংঘর্ষে উভয় দলের ১০ জনের অধিক আহত হয়। আহতদেরকে চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্স ও বিজিসি ট্রাস্ট হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। গত ২৪ মার্চ (সোমবার) দুপুরে কাঞ্চনাবাদ ইউনিয়নের ভিজিএফ কার্ড বিতরণকে কেন্দ্র করে পরিষদের সম্মুখে বিএনপি ও এলডিপি’র সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে কয়েকজন আহত হয়। আহতদেরকে চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসলে পুণরায় সংঘর্ষে লিপ্ত হয়। দু’দফা সংঘর্ষে এলডিপি নেতা আহমদুর রহমান (৫০), আবু ছৈয়দ (৫৫), মোহাম্মদ আলী (৫৩), নুরুল ইসলাম মিঠু (৪০), বিএনপি নেতা ইব্রাহিম খোকন (২৮), কৃষকদল নেতা আনোয়ার হোসেন (৪০), শ্রমিকদল নেতা খোকা (৩৫), যুবদল নেতা নাজিম উদ্দীন (৩৩), মো. মিঠু (৩২), ছাত্রদল নেতা জাবেদ রহিম টিপু (২২) আহত হয়। আহতদেরকে চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্স ও বিজিসি ট্রাস্ট হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। আহতদের মধ্যে আহমদুর রহমানকে মুমুর্ষ অবস্থায় উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে প্রেরণ করা হয়। প্রতিবেদন লেখা পর্যন্ত এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।