স্টাফ রিপোর্টার:
আসন্ন চন্দনাইশ উপজেলা নির্বাচনে নাগরিক কমিটির প্রার্থী,জেসিকা গ্রুপের চেয়ারম্যান জসিম উদ্দীন আহমদের সমর্থকদের নির্বাচনী প্রচারণায় শেষে বাড়ী ফেরার পথে হামলা চালিয়ে মারধর ও গাড়ি ভাংচুরের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়। গতকাল ১৯ মে বিকালে চন্দনাইশ সদরে বৌদ্ধ সম্প্রদায়ের আয়োজনে মানববন্ধনে কানাইমাদারী জ্ঞানদয় বিহারের সভাপতি প্রকৃতি রঞ্জন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, চন্দনাইশ বৌদ্ধ পরিষদের সমাজকল্যান সম্পাদক প্রসেনজিৎ বড়ুয়া, বৌদ্ধ পরিষদের সদস্য অমর চৌধুরী, সুমন বড়ুয়া, প্রাশান্ত বড়ুয়া, প্রান্ত বড়ুয়া, অনিক বড়ুয়া, অনয় বড়ুয়া, চয়ন বড়ুয়া, রিয়াল বড়ুয়া, বিল্লাস বড়ুয়া, স্বপন বড়ুয়া, রতন বড়ুয়া, স্বপন বড়ুয়া, উজ্জ্বল বড়ুয়া, আশিষ বড়ুয়া, সুমন বড়ুয়া প্রমুখ।
বক্তারা বলেন নির্বাচন গণ-মানুষের নাগরিক অধিকার। সরকার সাধারণ মানুষের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে যোগ্য ব্যক্তিকে প্রশাসনিক দায়িত্ব দিয়ে থাকেন। এ নির্বাচনী প্রচারণাকালে চট্টগ্রাম দক্ষিণ জেলা কৃষক লীগের সদস্য ও চন্দনাইশ বৌদ্ধ পরিষদের যুগ্ম-সাধারণ সম্পাদক বাবু নিবু কান্তি বড়ুয়ার উপর হামলার তীব্র নিন্দা জানান। পাশাপাশি তার দায়ের করা মামলায় আসামীদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানান।