চন্দনাইশ প্রতিনিধি:
উপজেলার কাঞ্চননগর এলাকায় গত ২৪ মার্চ ভিজিএফ কার্ডে চাউল বিতরণ নিয়ে বিএনপি নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে গত ২৪ মার্চ রাতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা বিএনপি। উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোজাম্মেল হক বেলালের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি রৌশনহাট থেকে বাদামতল পর্যন্ত চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক পদক্ষিণ করে বাদামতল চত্বরে এক প্রতিবাদ সমাবেশের আয়োজন করেন। আবদুল করিমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন মোজাম্মেল হক বেলাল, আনোয়ার হোসেন, আবদুল হামিদ, মো. হাসান, আবদুর রহিম, নাজিম উদ্দীন, লোকমান গণি বাবুল, হারুনুর রশিদ প্রমূখ। সভায় বক্তাগণ বিএনপির ৬ জনের অধিক নেতাকর্মীকে সন্ত্রাসী হামলায় আহতকারীদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণ করার দাবী জানান।