জাহাঙ্গীর আলম চৌধুরী
সিনিয়র স্টাফ রিপোর্টার:
চন্দনাইশ উপজেলার সাতবাড়িয়া বাগ-এ-গণী ভাণ্ডারে শাহছুফী মো. নুরুন্নবী শাহ্ হাফেজনগরী আল মাইজভান্ডারী (রহঃ)’র বার্ষিক ওরশ শরিফ অনুষ্ঠিত হয়েছে।
গত ২০ অক্টোবর মহাসমারোহে হযরত শাহছুফী মো. নুরুন্নবী শাহ্ (রহঃ) ট্রাস্ট এর বিশেষ ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হয়।
বার্ষিক ওরশ শরীফ উপলক্ষ্যে সকাল থেকে খতমে কোরআন, মাজারে গোসল, মিলাদ কিয়াম, ওয়াজ মাহফিল ও চেমা জিকির মাহফিল গণী ভান্ডারের আওলাদ মো. দিদারুল হক দস্তগীরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন জাফরাবাদ দরবার শরীফের সাজ্জাদানশীন ছৈয়দ আবুল কাশেম সিদ্দিকী, চন্দনাইশ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুহাম্মদ এরশাদ, এডভোকেট জে.এম.মহিউদ্দীন, গণী ভান্ডারের আওলাদ, মো. মিজানুর হক দস্তগীর, সাংবাদিক যথাক্রমে ফায়জুল হক দস্তগীর, আজিমুশ শানুল হক দস্তগীর, শাহাদাত হোসেন, জাহাঙ্গীর আলম চৌধুরী, হাজী শহীদুল ইসলাম, ফয়সাল সিদ্দিকী ইমন, শাহজাদা মো. আখের চিশতী, মো. সুরুজ মিয়া, কাওয়াল মো. আরমান, রবিউল আলম, মো. আবদুল হামিদ সুমন প্রমূখ।