জাহাঙ্গীর আলম চৌধুরী
সিনিয়র স্টাফ রিপোর্টারঃ
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৪ চন্দনাইশ-সাতকানিয়া (আংশিক) এলাকার সংসদ সদস্য প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী’র নৌকা মার্কার সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
১ জানুয়ারী (সোমবার) সন্ধ্যায় চন্দনাইশ পৌরসভার ১নং ওয়ার্ড বদুরপাড়ার বিশিষ্ট দানবীর জেসিকা ট্রেড ইন্টারন্যাশনালের চেয়ারম্যান আলহাজ্ব জসিম উদ্দিন আহমেদ এর রাজপ্রাসাদের আঙ্গিনায় এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
আলহাজ্ব জসিম উদ্দিন আহমেদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী,বিশিষ্ট সমাজ সেবক ও দানবীর আলহাজ্ব জসিম উদ্দিন চৌধুরী মন্টু,উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব জাহিদুল ইসলাম জাহাঙ্গীর,সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য আলহাজ্ব আবু আহমেদ চৌধুরী জুনু,চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও মক্কা আওয়ামী ফাউন্ডেশনের সভাপতি আলহাজ্ব মোজাম্মেল হক, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ও বরকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব আব্দুর রহিম চৌধুরী।১নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি এস এম মোরশেদ এর সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের প্রভাবশালী সদস্য আলহাজ্ব আব্দুল কাইয়ুম চৌধুরী।
জোয়ারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিন আহমেদ চৌধুরী রোকন,পৌরসভা আওয়ামী লীগের যুগ্ম-আহবায়ক ফরিদুল ইসলাম চৌধুরী,উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ন-আহবায়ক এস এম মুছা তসলিম,চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ও পৌরসভা আওয়ামী যুবলীগের সভাপতি আলহাজ্ব সিরাজুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক ও কাউন্সিলর লোকমান হাকিম, সাবেক ছাত্রনেতা হেলাল উদ্দিন চৌধুরী,মোজাফফর আহমদ চৌধুরী,নুরুল আমিন,বেলাল উদ্দিন,আবদুল করিম সাদ্দাম,যুবলীগ নেতা যথাক্রমে,মুছা চৌধুরী,নাছির উদ্দিন চৌধুরী, ইয়াছিন আরাফাত চৌধুরী,জহির উদ্দিন হিরু,১নং ওয়ার্ডের যুবলীগের সভাপতি রেজাউল করিম,চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের যুগ্ন-আহবায়ক সালেহ নুর জামান চৌধুরী তানভীর,উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মারজাদুল ইসলাম চৌধুরী আরমান,ছাত্রলীগ নেতা ইফতেখারুল হক চৌধুরী,পৌরসভা ছাত্রলীগের সভাপতি আমির হোসেন চৌধুরী,জাহেদ চৌধুরী, মাসুদ চৌধুরী,রিয়াজ হোসেন,গাছবাড়িয়া সরকারী কলেজের আহবায়ক সাইফুল ইসলাম সিকদার বাবু,যুগ্ম-আহ্বায়ক শেফাতুন নুর চৌধুরী,আবিদুল ইসলাম চৌধুরী,রবিউল ইসলাম চৌধুরী,আবু সাদাত সায়েম,শাহিন,জোবাইদুল ইসলাম বাবলু, আনোয়ার হোসেন,সোহেল,তৌহিদুল ইসলাম,সিরাজুল কাফী,ফয়সাল চৌধুরী, সম্রাট চৌধুরীসহ আ’লীগ,যুবলীগ,
ছাত্রলীগ ও এলাকার ময়-মুরুব্বীগন উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বলেন চন্দনাইশে উন্নয়ন ধারা অব্যাহত রাখতে আগামী ৭ জানুয়ারী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরীকে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান।