জাহাঙ্গীর আলম চৌধুরী,চন্দনাইশ প্রতিনিধি:-
চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও চন্দনাইশ উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত এম. ওয়াহিদুজ্জামান চৌধুরী’র ১০তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে।
৯ আগষ্ট (বুধবার) বিকেলে গাছবাড়িয়া নিত্যানন্দ গৌরচন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মিলনায়তনে চন্দনাইশ উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে প্রয়াত এম.ওয়াহিদুজ্জামান চৌধুরী’র ১০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম ১৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী এমপি।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব জাহিদুল ইসলাম জাহাঙ্গীরের সভাপতিত্বে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য আলহাজ্ব আবু আহমেদ চৌধুরী জুনু’র সঞ্চালনায় উপস্থিত ছিলেন যথাক্রমে, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এম শাখাওয়াত হোসেন শিবলী,সমীরণ দাস তপন,এডভোকেট আবু ছালেহ,জাকির হোসেন,আ’লীগ নেতা শেখ টিপু চৌধুরী,চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের সহ-সভাপতি ও উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক তৌহিদুল আলম,যুগ্ম-আহ্বায়ক এস এম মুছা তসলিম,চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেন মিঠু,পৌরসভা যুবলীগ সাধারণ সম্পাদক ও কাউন্সিলর এম লোকমান হাকিম,২নং ওয়ার্ডের কাউন্সিলর নুরুল ইসলাম চৌধুরী বাচা,চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক প্রয়াত এম.ওয়াহিদুজ্জামান চৌধুরী সুযোগ্য পুত্র সালেহ নুরজ্জামান চৌধুরী তানভীর,সংগঠক দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগ কাজী ইমরানুল হক চৌধুরী,আবদুর রহিম,মোজাফফর আহমদ চৌধুরী,যুবলীগ নেতা তারেক চৌধুরী,পৌরসভা ছাত্রলীগের সভাপতি আমির হোসেন চৌধুরীসহ উপজেলা আওয়ামীলীগ,পৌরসভা আওয়ামী লীগ,যুবলীগ,ছাত্রলীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।