জাহাঙ্গীর আলম চৌধুরী
চন্দনাইশ প্রতিনিধি: চন্দনাইশ উপজেলার সাতবাড়িয়া যতরকুল চৌধুরী বাড়ির কৃতি সন্তান বিশিষ্ট সমাজসেবক ও প্রবীণ শিক্ষাবিদ পূর্ব সাতবাড়িয়া (হাজির পাড়া) বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন সাবেক প্রধান শিক্ষক আলহাজ্ব আবু মহসীন চৌধুরী আজ ভোর আনুমানিক ৩টা ৪০ মিনিটের সময় বার্ধক্য জনিত কারণে চট্টগ্রাম লালখান বাজার বাসায় ইন্তেকাল করেন, (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ইন্তেকালে তাঁহার বয়স হয়েছিল (৭৭) বছর। তিনি স্ত্রী,২ছেলে,১ মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান। ১৯ অক্টোবর বৃহস্পতিবার বাদে আছর যতরকুল সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে মরহুমের নামাজের জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
বি.দ্র: জানাজা নামাজের ইমামতি করেন মির্জাখীল দরবার শরীফের নায়েবে সাজ্জাদানশীন শাহ্ ড. মাওলানা মাকছুদুর রহমান (মা:জি:আ)।