জাহাঙ্গীর আলম চৌধুরী
সিনিয়র স্টাফ রিপোর্টার:
চন্দনাইশে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান জেসিকা গ্রুপের চেয়ারম্যান ও কক্সবাজার হোটেল রামাদার এমডি বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব জসিম উদ্দিন আহমেদ জটিল রোগে আক্রান্ত সাজ্জাদ হোসেন নামক এক ব্যক্তিকে চিকিৎসার জন্য সাহায্য হিসেবে নগদ ৫০ হাজার টাকা প্রদান করেন।
২০ জুন (বৃহস্পতিবার) রাতে উপজেলার মধ্যম হাসিমপুরের সাজ্জাদ হোসেন (৪০) এর দুইটি কিডনি নষ্ট হয়ে সে গুরুতর অসুস্থ অবস্থায় দিন যাপন করছেন। বিষয়টি জেনে তাৎক্ষণিক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব জসিম উদ্দিন আহমেদ তাকে নগদ ৫০ হাজার টাকা সাহায্য হিসেবে প্রদান করেন। সেই সাথে তার চিকিৎসার জন্য আরো সহায়তা করার আশ্বাস দেন।