1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
বৃহস্পতিবার, ০৩ অক্টোবর ২০২৪, ০৫:০২ অপরাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে মায়ের সাথে কথাকাটাকাটি, অভিমানে বিষ পান বোয়ালখালীতে সাংবাদিকদের সাথে জামায়াতের মতবিনিময় সভা বোয়ালখালীতে মেধস আশ্রমে শুভ মহালয়ার মধ্য দিয়ে দেবীপক্ষের সূচনা বোয়ালখালীতে নগদ টাকাসহ গরু লুট করে নিয়ে গেছে ডাকাত দল শারদীয়া দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সাথে জামায়াতের মতবিনিময় সভা অনুষ্ঠিত ডাচ্-বাংলা ব্যাংক (পিএলসি) পলাশবাড়ী উপ শাখার শুভ উদ্বোধন পটিয়ায় লিটল জুয়েলস চাইল্ড কেয়ার এর ক্লাস পার্টি অনুষ্ঠিত কলমের আলোয় আলোয় ছেঁয়ে যাবে আমাদের এই নবান্নের দেশ সহ পুরো বিশ্ব। কলম একাডেমি লন্ডনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে বক্তারা পটিয়াতে প্রত্যয়ের উদ্যোগে “মুক্তির মন্দির সোপান তলে” অনুষ্ঠান। সন্দ্বীপ স্টুডেন্টস্ এসোসিয়েশন চট্টগ্রাম কলেজের উদ্যােগে ফ্রি মেডিকেল হেল্থ ক্যাম্প

চন্দনাইশে দোহাজারী স্কুলের প্রতিষ্ঠাতা আহমদুর রহমানের ৫৩ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে স্মরণ সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ৪৯ বার পড়া হয়েছে

জাহাঙ্গীর আলম চৌধুরী

সিনিয়র স্টাফ রিপোর্টার :

দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশে ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ দোহাজারী জামিরজুরী আহমদুর রহমান উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা,সাবেক চেয়ারম্যান মরহুম আহমদুর রহমানের ৫৩ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২৬ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সকালে বিদ্যালয় হল রুমে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাফর আহমদের সভাপতিত্বে সিনিয়র শিক্ষক হাসান আলী’র সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন,সাংবাদিক শিবলী সাদিক কফিল,প্রতিষ্ঠাতার পৌত্র রহিম উদ্দিন রহমান,অভিবাবক সদস্য আনিসুর রহমান,সহকারী শিক্ষক স্বপন কুমার বড়ুয়া, সিনিয়র শিক্ষক মো.ইসমাইল চৌধুরী,সাবেক শিক্ষার্থী ও তরুণ সাংবাদিক জাবের বিন রহমান আরজু।

প্রধান শিক্ষক তার বক্তব্যে বলেন, মরহুম আহমুদুর রহমান এই প্রতিষ্ঠান করায় দোহাজারী সহ আশপাশের হাজার হাজার শিক্ষার্থী এই প্রতিষ্ঠান থেকে শিক্ষা গ্রহণ করতে পারছে। এই প্রতিষ্ঠান থেকে শতশত ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইনজীবী, রাজনীতিবিদ সহ প্রতিষ্ঠিত ব্যক্তিগণ দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে আছে।

এ.রহমান সাহেবের পৌত্র রহিম উদ্দিন রহমান বলেন, আমার দাদা প্রতিষ্ঠান করে গেছেন এর সুফল পাচ্ছেন দোহাজারী সহ আশপাশের হাজার হাজার শিক্ষার্থীরা। মরহুম এ.রহমান সাহেব স্কুল প্রতিষ্ঠার পাশাপাশি চেয়ারম্যান হিসেবে সাধারণ মানুষের পাশে ছিলেন। তার দাদার জন্য সবার কাছে দোয়া কামনা করেন।

অনুষ্ঠান শেষে মরহুম আহমুদুর রহমানের কবরে শিক্ষক ও শিক্ষার্থীরা ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং তার মাগফিরাত কামনা করে দোয়া মুনাজাত করেন। মুনাজাত পরিবেশন করেন সিনিয়র শিক্ষক মাওলানা মহসিন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিনিয়র শিক্ষক মো. ইসমাইল চৌধুরী, বিকাশ কান্তি দাশ, মো. আলমগীর, শহিদুল আলম, আবুল হাসেম চৌধুরী, মো. নাছির, আহমদুর রহমানের ছেলে আকতারুল আলম, মিজানুর রহমান, জুনায়েদ সালেহ, হাবিবুল্লাহ সহ এ. রহমান সাহেবের পরিবারের সদস্য ও স্কুলের শিক্ষার্থীরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট