জাহাঙ্গীর আলম চৌধুরী,চন্দনাইশ প্রতিনিধি:-
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার নবগঠিত দোহাজারী পৌরসভার প্রথম নির্বাচনে আ’লীগ সমর্থিত নৌকার প্রার্থী মো.লোকমান হাকিমের গণসংবর্ধনা দোহাজারী সদরে অনুষ্টিত হয়।
১২ জুন (সোমবার) বিকেলে আ’লীগের কেন্দ্রীয় মনোনয়ন কমিটি কর্তৃক মনোনীত দোহাজারী পৌরসভার প্রথম নৌকার মাঝি,উপজেলা যুবলীগ নেতা লোকমান হাকিমকে মোজাফফরাবাদ থেকে মোটর শোভাযাত্রা সহকারে দোহাজারী সদরে এসে আ’লীগ নেতা মাষ্টার আহসান ফারুকের সভাপতিত্বে এই সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনায় অংশ নেন,উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু আহমেদ চৌধুরী জুনু,মুক্তিযোদ্ধা জাফর আলী হিরু,আ’লীগ নেতা যথাক্রমে,সাখাওয়াত হোসেন শিবলী,হেলাল উদ্দীন চৌধুরী এড.নাসির উদ্দীন,শেখ হেলাল উদ্দীন,নাসির উদ্দীন,উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক যথাক্রমে, এসএম মুছা তছলিম,মুরিদুল আলম মুরাদ,দক্ষিণ জেলা যুবলীগ নেতা আমিনুল ইসলাম চৌধুরী কায়সার, লোকমান হাকিম,জেলা ছাত্রলীগ নেতা মিজানুর রহমান,সাইফুদ্দিন মানিক,উপজেলা যুবলীগ নেতা আনছারুল হক,মেজবাহ উদ্দীন ভুট্টো,আজিজুর রহমান আরজু, শহিদুল ইসলাম,নাসির উদ্দীন, উপজেলা ছাত্রলীগের সভাপতি আলমগীরুল ইসলাম,সাধারণ সম্পাদক মারজাদুল ইসলাম চৌধুরী আরমান,ছাত্রলীগ নেতা আমির হোসেন,সাজ্জাদ হোসেন,উপজেলা যুবলীগ,ছাত্রলীগ,স্বেচ্ছাসেবকলীগ, শ্রমিকলীগ,মহিলা আ‘লীগসহ দোহাজারী পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।