জাহাঙ্গীর আলম চৌধুরী
চন্দনাইশ প্রতিনিধি:-
চন্দনাইশ উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে সরকার উৎখাত আন্দোলনের নামে দেশব্যাপী বিএনপি- জামায়াত চক্রের অরাজকতা সৃষ্টি ও অপতৎপরতার বিরুদ্ধে জনগণের জানমাল রক্ষায় শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
১৯ নভেম্বর (রবিবার) বিকেলে গাছবাড়িয়া পুরাতন কলেজ গেইট থেকে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক খানহাট বাজার থেকে প্রদক্ষিণ করে পুনরায় কলেজ গেইট এসে শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা শেষ হয়। চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু আহমেদ চৌধুরী জুনু’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির সদস্য ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আবদুল জব্বার চৌধুরী।
উপজেলা আওয়ামী লীগের গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক হেলাল উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সাবেক চেয়ারম্যান চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব হাবিবুর রহমান। উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বাবর আলী ইনু,বিশিষ্ট আওয়ামীলীগ নেতা ও গাছবাড়িয়া সরকারি কলেজের সাবেক ভিপি শেখ টিপু চৌধুরী,কৃষক লীগ নেতা নবাব আলী, কাউন্সিলর মোজাম্মেল হক চৌধুরী, জসিম উদ্দিন চৌধুরী,হাশিম পুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুর রহিম সওদাগর, যুবলীগ নেতা চৌধুরী আমির মোহাম্মদ সাইফুদ্দিন,নুরুল আমজাদ চৌধুরী,মোজাম্মেল হক তালুকদার,নয়ন চৌধুরী,বোরহান উদ্দিন গিফারী, সাখাওয়াত হোসেন চৌধুরী বাচা,সেলিম উদ্দিন,কাজী শিমুল,লোকমান চৌধুরী, গাছবাড়িয়া সরকারি কলেজের যুগ্ম আহবায়ক আবিদুল ইসলাম চৌধুরী,জোয়ারা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ইলিয়াস চৌধুরী বাবরসহ আওয়ামীলীগ,যুবলীগ, কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।