জাহাঙ্গীর আলম চৌধুরী, চন্দনাইশ প্রতিনিধি:-
চন্দনাইশে দুই হাজার ইয়াবাসহ একটি প্রাইভেটকার ঢাকা (মেট্রো-গ-১২-০৫৭০) জব্দ করেছে থানা পুলিশ।
২ সেপ্টেম্বর (শনিবার) ১২টার সময় চন্দনাইশ পৌরসভাস্থ উত্তর গাছবাড়ীয়া এলাকায় সড়ক ও জনপথ অফিসের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক থেকে প্রাইভেটকারটি জব্দ করা হয়।
এসময় পাচারকারী তুহিন আলী (৩৪)কে আটক করা হয়। আটককৃত তুহিন আলী রাজশাহী জেলার চারঘাট থানার চারঘাট পৌরসভার ৩নম্বর ওয়ার্ডের থানাপাড়া এলাকার মৃত ইয়াদ আলীর ছেলে।
থানা অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন জানান, মাদক উদ্ধারে নিয়মিত অভিযান চালাচ্ছে চন্দনাইশ থানা পুলিশ। তারই ধারাবাহিকতায় প্রাইভেটকারে করে সুকৌশলে ইয়াবা পাচারকালে দুই হাজার ইয়াবাসহ একজনকে আটক করা হয়েছে।