জাহাঙ্গীর আলম চৌধুরী
চন্দনাইশ প্রতিনিধি:-
ঐতিহ্যবাহী চন্দনাইশ পৌরসভার প্রাণকেন্দ্রে অবস্থিত দক্ষিণ জোয়ারা ডুলাফকীর (রহ:) হেফজখানা,এতিমখানা,ও হাজ্বী ফাতেমা ইসলাম নূরানী একাডেমীর ৫১ তম বার্ষিক সভা ও ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু তায়ালা আলাইহি ওয়াসাল্লাম অনুষ্ঠিত হয়েছে।
২৪ নভেম্বর (শুক্রবার) বাদে ফজর হতে খতমে কোরআন,তাহলীল,খতমে খাজেগানের মাধ্যমে ক্বেরাত,হামদ,নাতে রাসুল,(সা:) প্রতিযোগিতা,মেধাবী ছাত্র-ছাত্রীদের বার্ষিক পুরস্কার বিতরণী সভা মাদ্রাসা ময়দানে অনুষ্ঠিত হয়।
পীরে কামেল মুরশিদে বরহক আলহাজ্ব মাওলানা আবদুল হালিম রশিদী মাদ্দাজিল্লুহুল আলী ও পীরে কামেল রাহনুমায়ে শরীয়ত হাফেজ কারী আবদুল মাবুদ মাদ্দাজিল্লুহুল আলী সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য ও চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু আহমেদ চৌধুরী জুনু। বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে,বিশিষ্ট দানবীর খাগড়াছড়ি রাজ টিম্বার শাখা আবু তৈয়ব,বিশিষ্ট দানবীর রাজাখালী রাজ টিম্বার শাখা আবু ফয়েজ,অত্র মাদ্রাসার সভাপতি বিশিষ্ট সমাজ সেবক ও দানবীর চট্টগ্রাম রাজ টিম্বার বহদ্দারহাট শাখা আবু সৈয়দ,সাধারণ সম্পাদক চট্টগ্রাম শিক্ষা বোর্ডের উপ পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক দিদারুল আলম,
অত্র মাদ্রাসার পরিচালক মুফতি মাওলানা মিজানুর রহমানের সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন বিশিষ্ট ইসলামী গবেষক,বরেণ্য আলেমেদ্বীন আল জামিয়া আল ইসলামিয়া পটিয়া মাদ্রাসার মুহাদ্দিস,আল্লামা কাজী আকতার হোসাইন আনোয়ারী,বিশেষ বক্তা ছিলেন যুগ সচেতন আলেমেদ্বীন ও আলোচিত ইসলামী চিন্তাবিদ চট্টগ্রাম বন্দর হানিফ সওদাগর জামে মসজিদের খতিব মাওলানা শরীফ মুহাম্মদ শাহজালাল কুমিল্লা। এতে আরও উপস্থিত ছিলেন নুরুল হাকিম আ’লীগ নেতা মোস্তফা মানিক, ছাত্রনেতা সৈয়দ মুহাম্মদ জামিল,মো. তাওহীদ,মো.জিয়াবুল মো.ইউনুস,ছাত্রলীগ নেতা মো.মোবারক হোসেনসহ অনেক দেশবরণ্য ওলামায়ে কেরাম পীর মাশায়েখ উপস্থিত ছিলেন।