1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০৮:২৪ অপরাহ্ন
শিরোনাম :
শিক্ষক কৃষ্ণাশ্রী সরকারের বিদায় সংবর্ধনা মোহাম্মদ সিরাজুল ইসলাম চৌধুরী’র ইন্তেকাল গোবিন্দগঞ্জে স্কুল ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সুন্দরগঞ্জে ক্লাস বন্ধ করে জাতীয় পার্টির সম্মেলনে স্কুল শিক্ষার্থী। পটিয়ায় বাস-মোটরসাইকেল সংর্ঘষে নিহত ২, আহত ১ চকরিয়ায় কাটুনভর্তি এক শিশুর লাশ উদ্ধার চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় দুই বন্ধু নিহত পটিয়ায় ২১শে আগস্ট গ্রেনেড হামলা দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিল। গাউসিয়া কমিটি বাংলাদেশ উত্তর ছনহরা ওয়ার্ড শাখার ব্যবস্থাপনায় এসএসসি ২০২৩ইং কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। আজিজিয়া মাবুদিয়া সুন্নিয়া কেন্দ্রীয় কমিটির বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা ও র‍্যালী

চন্দনাইশে তিনদিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা শুরু

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩
  • ১৩৫ বার পড়া হয়েছে

জাহাঙ্গীর আলম চৌধুরী,চন্দনাইশ প্রতিনিধি:-

উপজেলা কৃষি অফিস চত্বরে তিনদিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা শুরু হয়েছে।

২৫ জুলাই (মঙ্গলবার) সকালে মেলার উদ্বোধন করেন চট্টগ্রাম ১৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী এমপি। সমন্বিত কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ কৃষি প্রযুক্তি মেলার আয়োজন করেন।

কৃষি প্রযুক্তি মেলার এবারের প্রতিপাদ্য ‘প্রযুক্তি দিয়ে করবো কৃষি, থাকবো সুখে দিবানিশি’।
উদ্বোধনের আগে মেলা উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মেলা প্রাঙ্গণে এসে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পরে আলোচনা সভা ও উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী এমপি। এসময় তিনি বলেন, কৃষিতে প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি ছাড়া আমাদের বিকল্প কোনো পথ নেই।

এরই মধ্যে কৃষিতে প্রযুক্তির ব্যবহার শুরু হয়েছে এবং বাংলাদেশ কৃষিতে প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। বর্তমান সরকার কৃষিবান্ধব সরকার। সরকার বুঝতে পেরেছে কৃষিতেই সমৃদ্ধি। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর প্রতিনিয়ত এ লক্ষ্যে কাজ করে যাচ্ছে, তারা গবেষণা করছেন, সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের কৃষকদের প্রশিক্ষণ দিচ্ছেন এবং কৃষিতে প্রযুক্তি ব্যবহারে উৎসাহিত করছেন। বর্তমানে সব ধরনের চাষে উৎপাদন বৃদ্ধি পেয়েছে। এ উৎপাদন আরো বাড়াতে হবে। কৃষিতে যতো বেশি প্রযুক্তি ব্যবহার হবে ততো বেশি উৎপাদন বাড়বে।
উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা বেগমের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র আলহাজ্ব মাহাবুবুল আলম খোকা, থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আনোয়ার হোসেন,স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার আজাদ হোসেন, কৃষি সম্প্রসারণ অফিসার ইমরান হোসেন, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা ইসতিয়াক আহমেদ আরিফ এবং অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আ’লীগ নেতা মাষ্টার আহসান ফারুক, মহিলানেত্রী সঞ্চিতা বড়ুয়া, কৃষক লীগ নেতা নবাব আলীসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি অফিসের কর্মকর্তা-কর্মচারী ও কৃষকেরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট