জাহাঙ্গীর আলম চৌধুরী
সিনিয়র স্টাফ রিপোর্টার:
“নেই পাশে কেউ যার, সমাজসেবা আছে তার” এই প্রতিপাদ্যেকে সামনে রেখে চন্দনাইশ উপজেলা সমাজসেবা অফিসের আয়োজনে জাতীয় সমাজ সেবা দিবস পালিত হয়েছে।
২ জানুয়ারি (বৃহস্পতিবার) সকালে উপজেলা পরিষদ চত্বরে সমাজসেবা অফিসের নিবন্ধিত বিভিন্ন এতিমখানা, স্বেচ্ছাসেবী সংগঠন ও সরকারি কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে র্যালি বের করা হয়।
পরে উপজেলা অডিটোরিয়ামে কল্যাণরাষ্ট্র বিষয়ে মুক্ত আড্ডা ও ওয়াকাথন (ওয়াকিং ম্যারাথন) প্রতিযোগিতায় বিজয়ীদের পুরষ্কার বিতরণে সমাজসেবা কর্মকর্তা রাসেল চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রাজিব হোসেন, বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ডিপ্লোমেসি চাকমা।
সমাজসেবা অফিসের সুপারভাইজার শফিউল আজিমের সঞ্চালনায় বক্তব্য রাখেন যথাক্রমে, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কবির হোসেন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ ফয়সাল, যুব উন্নয়ন কমকর্তা আ.ন.ম সালেহ উদ্দিন, পল্লী উন্নয়ন কর্মকর্তা মীর ইমরান হোসাইন, কোডেক এরিয়া ম্যানেজার মাহমুদুল হক, শাহ সুফি মমতাজিয়া দরবার শরীফ এতিমখানা ও হেফজখানার সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, ছাত্র প্রতিনিধি হাসনাত আব্দুল্লাহ প্রমুখ।