জাহাঙ্গীর আলম চৌধুরী
সিনিয়র স্টাফ রিপোর্টার:
চন্দনাইশে জাতীয় সমাজসেবা দিবস উদযাপন উপলক্ষ্যে ক্যাপিটেশন গ্র্যান্ডপ্রাপ্ত এতিমখানার নিবাসীদের নিয়ে ফুটবল, ব্যাডমিন্টন,চিত্রাংকন ও হস্তশিল্প প্রতিযোগিতা উদ্বোধন করা হয়েছে।
৩০ ডিসেম্বর (সোমবার) সকালে কাশেম মাহবুব উচ্চ বিদ্যালয় মাঠে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উদ্বোধন ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রাজিব হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন যথাক্রমে
সহকারী কমিশনার (ভূমি) ডিপ্লোমেসি চাকমা, প্রাণিসম্পদ কর্মকর্তা ফেরদৌসী আকতার, কৃষি অফিসার কৃষিবিদ আজাদ হোসেন, সমাজসেবা অফিসার রাসেল চৌধুরী, আকতার সানজিদা পপি, কামরুল আহসান, ফরহাদ উদ্দিন, ফারহানা আকতার, জীবন কানাই সরকার, আজিম উদ্দিন, নুরুল ইসলাম, হাসনাত আব্দুল্লাহসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক প্রতিনিধিবৃন্দ ও বৈষম্যবিরোধী ছাত্র প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।