1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
বুধবার, ২৬ মার্চ ২০২৫, ০৭:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
মহিমান্বিত রাত – মোঃ হোসাইন জাকের চন্দনাইশে বিএনপি নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ধর্ষকের ফাঁসির দাবিতে আজও উত্তাল সোনাইমুড়ী বোয়ালখালীতে খেলাঘরের আলোর মিছিল প্রবাসী সাংবাদিকরা দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন- প্রসাসের ইফতার অনুষ্ঠানে আরিফুর রহমান চন্দনাইশে ভিজিএফ কার্ড ভাগাভাগি নিয়ে বিএনপি-এলডিপি সংঘর্ষে দিয়ে আহত-১০ চন্দনাইশ সাতবাড়িয়াতে অভিযানে ০.১০০০ একর জাগায় উদ্ধার চন্দনাইশ সাতবাড়িয়াতে হাফেজ নগর দরবারে ওরশ সম্পন্ন তকরীর করেন মুফতি গিয়াস উদ্দীন আত-তাহেরী; চন্দনাইশ সাতবাড়িয়াতে ঈদে মিলাদুন্নবী মাহফিল অনুষ্ঠিত সাকিয়ার প্রেসিডেন্ট’স স্কাউটস অ্যাওয়ার্ড অর্জন

চন্দনাইশে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল বালক (অনূর্ধ্ব১৭) টুর্নামেন্টের উদ্বোধন

  • প্রকাশিত: শনিবার, ১৩ জুলাই, ২০২৪
  • ২৮১ বার পড়া হয়েছে

জাহাঙ্গীর আলম চৌধুরী
সিনিয়র স্টাফ রিপোর্টার:
চন্দনাইশে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনূর্ধ্ব-১৭) উদ্বোধন করা হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে খেলার সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা বেগম।
১৩ জুলাই (শনিবার) বিকেলে উপজেলা গাছবাড়ীয়া নিত্যানন্দ গৌরচন্দ্র মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। খেলায় বিশেষ অতিথি ছিলেন মহিলা ভাইস-চেয়ারম্যান আলহাজ্ব খালেদা আক্তার চৌধুরী।
উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করেন ধোপাছড়ি ইউনিয়ন ফুটবল একাদশ বনাম সাতবাড়িয়া ইউনিয়ন ফুটবল একাদশ। ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে বিকেল ৪ টায় পড়ন্ত বিকালে মেঘ ও রোদের মধ্যে মাঠের কানায় কানায় ভরা ফুটবল প্রেমিক দর্শকদের উপস্থিতিতে এই খেলা শুরু হয়। শান্তি ও শৃঙ্খলার মধ্যে দর্শকগণ মনোমুগ্ধকর খেলা উপভোগ করেন। খেলায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আ ন ম ছালেহ উদ্দিন, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা তপন কুমার পোদ্দার,চেয়ারম্যান যথাক্রমে, আবদুল আলীম, আলহাজ্ব আহমেদুর রহমান, আলহাজ্ব আব্দুর রহিম চৌধুরী, এডভোকেট খোরশেদ বিন ইসহাক, আলহাজ্ব খোরশেদ আলম টিটু, কাঞ্চনাবাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনিসুর রহমান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান চৌধুরী, উপজেলা যুবলীগের আহ্বায়ক আলহাজ্ব তৌহিদুল আলম,যুগ্ম আহ্বায়ক মুরিদুল আলম মুরাদ, আওয়ামীলীগ কেন্দ্রীয় উপ কমিটির ত্রান ও সমাজকল্যাণ বিষয়ক সদস্য এম শাহাদাৎ নবী খোকা, উপজেলা ক্রীড়া চক্রের সভাপতি নুরুল আমজাদ চৌধুরী, সাধারণ সম্পাদক সরওয়ার আহসান, সি জে কে এস কাউন্সিলর আদিল আহমদ কবির,খানহাট বাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক ওস্তাদ আবু সৈয়দ চৌধুরী আবু। খেলায় রেফারীর দায়িত্ব পালন করেন খলিল উল্লাহ সোহাগ, শাহীন শাহ, সঞ্জয় দে। খেলার ধারা ভাষ্য বিবরণী প্রচারে ছিলেন এম আমিন উল্লাহ, মাষ্টার আব্দুল মান্নান আজাদ,মাসুদ প্রমুখ। সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা বেগম উদ্বোধনী বক্তব্যে বলেন জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ড কাপ ফুটবল টুর্ণামেন্ট বালক (অনূর্ধ্ব-১৭) ২০২৪ উপজেলায় শুরু হয়েছে। খেলায় উপস্থিত দর্শক, চেয়ারম্যানগণ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা-কর্মচারীদের সার্বিক সহযোগিতায় সুন্দরভাবে এ খেলা সফলভাবে সমাপ্ত করতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন। উল্লেখ্য ৬০ মিনিটের এ খেলায় গোলশূন্য ড্র থাকায় খেলায় টাইব্রেকার গড়ায়। এতে ৫-২ গোলে ধোপাছড়ি ইউনিয়ন পরিষদ একাদশ সাতবাড়িয়া ইউনিয়ন পরিষদ একাদশকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে উত্তীর্ণ হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট