জাহাঙ্গীর আলম চৌধুরী
সিনিয়র স্টাফ রিপোর্টার:
ঐতিহ্যবাহী পূর্ব চন্দনাইশ চৌধুরী পাড়া তৈয়্যবিয়া তাহেরিয়া সুন্নিয়া সংগঠনের উদ্যোগে ১২তম আজিমুশশান জশনে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু তা’আলা আলাইহি ওয়াসাল্লাম মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১ডিসেম্বর (রবিবার) পূর্ব চন্দনাইশ চৌধুরীপাড়া চৌধুরী দিঘীরপাড় শাহী জামে মসজিদ মাঠে সকাল থেকে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাদে আসর প্রথম অধিবেশন খতমে কুরআন,খতমে গাউছিয়া শরিফ,দ্বিতীয় অধিবেশন বাদে মাগরিব থেকে কেরাত,হামদ,নাতে রাসুল (সা:)পরিবেশন সহ রাত ১২টা পর্যন্ত ওয়াজ মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
চৌধুরী দিঘীর পাড় শাহী জামে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মুহাম্মদ ফরিদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধক ছিলেন চৌধুরী দিঘীরপাড় শাহী জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ও সাবেক কমিশনার মুহাম্মদ নুরুল ইসলাম চৌধুরী। প্রধান অতিথি ছিলেন চৌধুরী দিঘীরপাড় শাহী জামে মসজিদের খতিব ও উপজেলা ভাইস-চেয়ারম্যান মাওলানা মুহাম্মদ সোলাইমান ফারুকী মাদ্দাজিল্লুহুল আলী। চৌধুরী দিঘীর পাড় শাহী জামে মসজিদ পরিচালনা কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক মুহাম্মদ নুরুল আমিন চৌধুরীর সঞ্চালনায়
প্রধান বক্তা ছিলেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার মুদাররিস ও ঢাকা খিলগাঁও তাহেরিয়া জামে মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ জয়নুল আবেদীন আল-কাদেরী মাদ্দাজিল্লুহুল আলী। বিশেষ অতিথি ছিলেন চন্দনাইশ বৈলতলী মাঝির জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা মুহাম্মদ আব্দুল লতিফ চৌধুরী আল-কাদেরী মাদ্দাজিল্লুহুল আলী। বিশেষ আলোচক ছিলেন চৌধুরী দিঘীর পাড় শাহী জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মুহাম্মদ হুসাইন আল-কাদেরী মাদ্দাজিল্লুহুল আলী সহ অত্র সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক,সদস্য বৃন্দ ও এলাকার মান্যগণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরিশেষে জাতির কল্যাণ কামনা করে আখেরী মুনাজাতের মধ্য দিয়ে মাহফিল সমাপ্ত হয়। মাহফিল সার্বিক সহযোগিতায় আমির মুহাম্মদ চৌধুরী পরিবার।