চন্দনাইশ প্রতিনিধি:
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার কাঞ্চননগর এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মোবাইল কোর্ট পরিচালনা করে ৩ টি ইট ভাটাকে ৩ লক্ষ টাকা জরিমানা করেন।
৩১ ডিসেম্বর (মঙ্গলবার) বিকালে সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা উপজেলার কাঞ্চনাবাদ এলাকায় ইট ভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করে এইচবিএল, পিবিএম, ফোরবিএম ৩টি ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন-২০১৩ এর সংশ্লিষ্ট ধারায় ১ লক্ষ টাকা করে ৩ লক্ষ টাকা জরিমান করেন। এ সময় তার সাথে চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তর পরিদর্শক মঈনুদ্দিন, চন্দনাইশ থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।