জাহাঙ্গীর আলম চৌধুরী
সিনিয়র স্টাফ রিপোর্টার:
“স্বাস্থ্যই সকল সুখের মূল” এই বার্তাকে আরো সহজ করার লক্ষ্যে চন্দনাইশ উপজেলা বাসীকে আধুনিকতার ছোঁয়া নিয়ে স্বাস্থ্য সেবা দিতে পৌরসভার প্রাণ কেন্দ্র উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর দক্ষিণ পাশ্বে চন্দনাইশ ডায়াগনস্টিক সেন্টার শুভ উদ্বোধন করা হয়েছে।
১০ অক্টোবর (বৃহস্পতিবার ) সকালে শাহ্ আমিন সিটি সেন্টারের দ্বিতীয় তলায় এক আলোচনা সভা ও ফিতা কেটে সাজসজ্জার মধ্য দিয়ে ডায়াগনস্টিক সেন্টার এর শুভ উদ্বোধন করা হয়।
শাহ্ আমিন সিটি সেন্টার মার্কেটের স্বত্বাধিকারী আলহাজ্ব শামসুল আলমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন অত্র ল্যাবের এম ডি মো.মোসলেম উদ্দিন। ডাইরেক্টরের মধ্যে উপস্থিত ছিলেন যথাক্রমে,মো.মিজান উদ্দিন,মো.জাহাঙ্গীর আহমেদ,মো.জমির উদ্দিন হেলান,মো.পারভেজ উদ্দিন,মো. তারেক, মো.শওকত।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চন্দনাইশ থানা সদর ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মো.সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক মো.ওসমান গনি,মো.মোজাম্মেল হক বাবুল আব্দুল আজিজ সহ ইলেকট্রিক মিডিয়া ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন সেবায় এমন প্রতিষ্ঠান যাত্রা কে স্বাগত জানিয়েছেন,এবং মানুষকে সুন্দরভাবে চিকিৎসা প্রদানের আহ্বান জানান। ল্যাব এর সূত্রে জানা গেছে, এ অঞ্চলের রোগীদের চিকিৎসা সেবা দিতে বিশেষজ্ঞ ডাক্তার এবং উন্নত মেশিনারীর সহায়তায় সকল ধরণের প্যাথলজিক্যাল পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে সেবা প্রদান করবেন কর্তৃপক্ষ।স্বল্প খরচে উন্নত সেবা দেয়ায় অভিজ্ঞ ডাক্তার দ্বারা সেবা প্রদান করা হবে।