জাহাঙ্গীর আলম চৌধুরী
সিনিয়র স্টাফ রিপোর্টারঃ
চন্দনাইশ পৌরসভার ঐতিহ্যবাহী হারলা দক্ষিণ জোয়ারা ৬নং ওয়ার্ডের কৃতি সন্তান চট্টগ্রাম সিটি কর্পোরেশন পশ্চিম ষোলশহর ৭নং ওয়ার্ডের বার বার নির্বাচিত সফল কাউন্সিলর ও চসিক বর্জ্য ব্যবস্থাপনা স্থায়ী কমিটির সভাপতি চট্টগ্রাম মহানগর যুবলীগ নেতা আলহাজ্ব মো.মোবারক আলী’র পক্ষ থেকে চন্দনাইশ পৌরসভা ৬নং ওয়ার্ড বাসীর জন্য ঈদুল ফিতর উপলক্ষে প্রায় পাঁচ শত পুরুষ ও মহিলাদেরকে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
২ এপ্রিল (মঙ্গলবার) বিকেলে চন্দনাইশ পৌরসভা ৬নং ওয়ার্ড শাহ্ ওমর রজভীয়া নুরীয়া দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসার প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সমাজসেবক কাউন্সিলর মোরশেদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন পশ্চিম ষোলশহর ৭নং ওয়ার্ডের কাউন্সিলর ও চসিক বর্জ্য ব্যবস্থাপনা স্থায়ী কমিটির সভাপতি চট্টগ্রাম মহানগর যুবলীগ নেতা আলহাজ্ব মো.মোবারক আলী। বিশেষ অতিথি ছিলেন যুবলীগ নেতা মো.মুছা চৌধুরী,পৌর যুবলীগের সহ-সম্পাদক আলা উদ্দিন বাবু,সমাজ সেবক যথাক্রমে,এয়াকুব নবী,জাফর আলম,নাসির উদ্দিন,রমজান আলী,বাদশা মিয়া,ছাত্রলীগ নেতা মো.সাকিব মো.জাবেদ,মো.জিয়া উদ্দিন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পরে জাতির কল্যাণ কামনা করে মোনাজাত পরিচালনা করেন অত্র মসজিদের পেশ ইমাম মাও.আব্দুস ছবুর।