জাহাঙ্গীর আলম চৌধুরী,চন্দনাইশ প্রতিনিধি
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে চন্দনাইশের বরকল ও বরমা ইউনিয়নের ৫০০ পরিবারের মাঝে খাগ্য সামাগ্রী বিতরণ করেন বডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ১৫ আগস্ট (মঙ্গলবার) সকালে সদর দপ্তর চট্টগ্রাম রিজিয়ন ও চট্টগ্রাম ব্যাটালিয়ন (৮ বিজিবি) হালিশহর, চট্টগ্রামের পক্ষ থেকে গরীব ও দুঃস্থদের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন অধিনায়ক লে. কর্ণেল শাহেদ মিনহাজ সিদ্দিকী, উপ-অধিনায়ক মেজর সোহেল আলম, সহকারী পরিচালক উপেন্দ্র নাথ হালদার, বরকল ইউপি চেয়ারম্যান আবদুর রহিম চৌধুরী, বরমা ইউপি চেয়ারম্যান খোরশেদ আলম টিটু। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল ৫ কেজি চাল, ১ কেজি চিরা, ১ কেজি মশুর ডাল, ১ কেজি চিনি, ১ কেজি লবণ, ১ লিটার সয়াবিন, ২ কেজি আলু, ৫শ গ্রাম করে মরিচ, জিরা, হলুদ, পিঁয়াজ।