জাহাঙ্গীর আলম চৌধুরী
সিনিয়র স্টাফ রিপোর্টার:
চট্টগ্রাম-১৪ তথা চন্দনাইশ-সাতকানিয়া (আংশিক) এলাকার বরমা কেশুয়া, সৈয়দবাজার, ঘাটকুল, চরবরমা, শেবন্দী ধামাইরহাট গণসংযোগ করেছেন নাগরিক কমিটির মনোনীত ট্রাক প্রতীকে স্বতন্ত্র প্রার্থী আবদুল জব্বার চৌধুরী। ২৫ ডিসেম্বর (সোমবার) সকালে এ গণসংযোগে উপস্থিত ছিলেন, দক্ষিণ জেলা আ’লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম, আ’লীগ নেতা শেখ টিপু চৌধুরী, সাবেক চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান বেগ, যুবলীগ নেতা চৌধুরী আমির মোহাম্মদ সাইফুদ্দিন, আবদুল নবী খান, ইউপি সদস্য মহসিন, হাসান মুরাদ, মনজুর, সোহেল, মোজাম্মেল হক তালুকদার, শরফুদ্দীন চৌধুরী কাজল, মহিউদ্দিন প্রমুখ। নাগরিক কমিটির মনোনীত ট্রাক প্রতীকে স্বতন্ত্র প্রার্থী আবদুল জব্বার চৌধুরী বলেন,আগামী ৭ জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ট্রাক মার্কায় ভোট দেওয়ার আহবান জানান। বিজয়ী হয়ে চন্দনাইশ ও সাতকানিয়া আংশিক এলাকায় যে সমস্ত উন্নয়নের কাজ বাকি রয়েছে এসব কাজগুলো সম্পন্ন করা হবে এবং বেকারত্ব সহ যেসব সমস্যা রয়েছে সেগুলোও দূর করা হবে বলে জানান।