জাহাঙ্গীর আলম চৌধুরী, চন্দনাইশ প্রতিনিধি:
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলাধীন দোহাজারী’র প্রবীণ সাংবাদিক দৈনিক কালবেলার চন্দনাইশ প্রতিনিধি এম এ রাজ্জাক রাজ (৭০) বার্ধক্যজনিত কারণে ১৪ অক্টোবর (শনিবার) রাত ১:৩০ মিনিটের সময় দোহাজারী পৌরসভাস্থ একটি বেসরকারী হাসপাতালে ইন্তেকাল করেন, (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ইন্তেকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ২ মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান।
আজ রবিবার বেলা ১১ টায় নামাজের জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
শোক প্রকাশ:- চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম দক্ষিন জেলা আ’লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, মুক্তিযোদ্ধা কমান্ডার জাফর আলী হিরু,উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আবদুল জব্বার চৌধুরী, উপজেলা আ’লীগের সভাপতি জাহিদুল ইসলাম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক আবু আহমেদ চৌধুরী জুনু, মোজাম্মেল হক,আবদুল কাইয়ুম চৌধুরী, মাহাবুবুর রহমান চৌধুরী,বাবর আলী ইনু, সাবেক অধ্যক্ষ মাও. আহমদ হোসেন আল-কাদেরী, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য আলহাজ্ব সৈয়দ মুহাম্মদ আমান উল্লাহ আমান সমরকন্দী, উপজেলা ভাইস চেয়ারম্যান সোলাইমান ফারুকী, দোহাজারী পৌরসভার মেয়র মো. লোকমান হাকিম, চন্দনাইশ উপজেলা প্রেসক্লাব সভাপতি এম এ মুছা, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম চৌধুরী,দোহাজারী আ’লীগের সভাপতি আবদুল শুক্কুর, সাধারণ সম্পাদক বশির উদ্দীন মুরাদ, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক নবাব আলী,সাবেক চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বেগসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেন।
উল্লেখ্য সাংবাদিক এম এ রাজ্জাক রাজ দৈনিক প্রথম আলো, দৈনিক পূর্বকোণ, দৈনিক পূর্বদেশ, দৈনিক পূর্বতারা ও সর্বশেষ দৈনিক কালবেলায় চন্দনাইশ প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। তিনি কয়েকবার হৃদরোগে আক্রান্ত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের হৃদরোগ বিভাগে চিকিৎসাধীন ছিলেন। সাংবাদিকতা ছাড়াও দীর্ঘদিন দোহাজারী শাহী জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতির দায়িত্ব পালন করছেন। তিনি দোহাজারী মোহামেডান স্পোর্টিং ক্লাবের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন এবং দোহাজারী প্রেসক্লাব সাবেক সভাপতি ছিলেন।