জাহাঙ্গীর আলম চৌধুরী
চন্দনাইশ প্রতিনিধি:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৪ আসনে নৌকার প্রতীক নিয়ে বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী১০০ ভোট কেন্দ্রে ৭১১২৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ট্রাক প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব আবদুল জব্বার চৌধুরী পেয়েছেন ৩৬৮৮৪ ভোট। অন্যান্য প্রার্থীদের মধ্যে জাতীয় পার্টির আবু জাফর মোহাম্মদ ওয়ালী উল্লাহ চৌধুরী নাঙ্গল প্রতীক নিয়ে ১৬২, মোমবাতি প্রতীক নিয়ে ইসলামী ফ্রন্টের স.উ.ম আবদুস সামাদ ৫২৩১ভোট, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ প্রার্থী আবুল হোসাইন কালিয়াইশী চেয়ার প্রতীক নিয়ে১২১ভোট, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট বিএনএফ প্রার্থী মো.গোলাম ইসহাক খান টেলিভিশন প্রতীক নিয়ে পেয়েছেন ৬১৩ ভোট, বাংলাদেশ সুপ্রীম পার্টির মোহাম্মদ আয়ুব একতারা প্রতীক নিয়ে ১৯৬ ভোট, বাংলাদেশ তরিকত ফেডারেশনের মোহাম্মদ আলী ফারুকী ফুলের মালা প্রতীক নিয়ে ৯৪ ভোট পেয়েছেন।