জাহাঙ্গীর আলম চৌধুরী
সিনিয়র স্টাফ রিপোর্টার
চন্দনাইশ-সাতকানিয়া (আংশিক) এলাকার আওয়ামী লীগ সমর্থিত নৌকার প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খাগরিয়া, বাজালিয়া এলাকায় নির্বাচনী প্রচারণা শুরু করেন। এ সময় তিনি বলেন নৌকার গণজোয়ার দেখে বিভিন্ন রকম অপ-প্রচারের চেষ্টা চালাচ্ছে। সাধারণ ভোটারদের কোন রকম গুজবে কান না দিয়ে আগামী ৭ তারিখ নৌকা মার্কায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে ৫ বারের মতো প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ করে দেয়ার আহ্বান জানান। এ সময় তার সাথে ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি মাঈনুদ্দীন হাসান চৌধুরী,দক্ষিণ জেলা আওয়ামী লীগ নেতা আবদুল কৈয়ুম চৌধুরী,মোজাম্মেল হক চন্দনাইশ পৌর মেয়র মাহবুবুল আলম খোকা,দোহাজারী পৌর মেয়র লোকমান হাকিম, মুক্তিযোদ্ধা জাফর আলী হিরু, মহিলা নেত্রী শাহিদা আকতার জাহান,কেন্দ্রীয় যুবলীগ নেতা কায়কোবাদ ওসমানী, চেয়ারম্যান যথাক্রমে, তাপস দত্ত, মাহাবুবুল হক সিকদার,ওসমান আলী,নাসির উদ্দিন টিপু, কৃষক লীগ নেতা নবাব আলী,সাইফুদ্দিন মানিক,আবুল কালাম আজাদ,উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মারজাদুল ইসলাম চৌধুরী আরমান প্রমুখ।