জাহাঙ্গীর আলম চৌধুরী
চন্দনাইশ প্রতিনিধি:-
মতবিনিময় সভায় স.উ.ম.আবদুস সামাদ বলেছেন,ওয়ান সিটি টু টাউন পরিকল্পনা নিয়ে দক্ষিণ চট্টগ্রামকে আধুনিক শহরে রূপান্তরিত করতে হবে। স্বাধীনতার ৫২ বছর পরও সরকারিভাবে দক্ষিণ চট্টগ্রামে বিশ্ববিদ্যালয়,কারিগরি ইন্সটিটিউট, মেডিকেল কলেজ স্থাপিত হয়নি। এ সব বাস্তবায়নের জন্য দক্ষিণ চট্টগ্রামে আলাদা জেলা করার প্রস্তাব কেউ সংসদে উপস্থাপন করেনি। বিগত সময়ে যারা মন্ত্রী,এমপি বা উপজেলা চেয়ারম্যান হয়েছেন তারা ব্যবসায়িক চিন্তা-ভাবনা নিয়ে নিজের স্বার্থে রুটিন মাফিক কাজ করেছেন মাত্র। আনোয়ারা দেয়াং পাহাড়ে মনিরুজ্জামান ইসলামীবাদীর নামে বিশ্ববিদ্যালয় স্থাপন করা সময়ের দাবী। একই সাথে জাতীয় অধ্যাপক ডা.নুরুল ইসলামের নামে মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপন করার লক্ষ্যে দাবী জানিয়ে আসছি দীর্ঘদিন ধরে। টানেল থেকে গাড়ি বের হয়ে কক্সবাজার যাওয়ার সড়ক সম্প্রসারণ কাজ বাস্তবায়ন হয়নি। ফলে যানজট লেগে থাকবে প্রতিনিয়ত। পৃথিবীর কোন দেশে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হয় না। বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দলের একদফা দাবীর যৌক্তিকতা নেই। কারণ আলোচনার মাধ্যমে সমাধান হলে পদত্যাগের কথা আসে। রাজনৈতিক সংকট নিরসন,সংবিধান রক্ষা,বিদেশীদের চাপ থেকে দেশকে রক্ষা করতে নির্বাচনে এসেছেন বলে জানান। সুষ্ঠু ও অবাধ নির্বাচন অনুষ্ঠিত হলে তিনি জয়ের আশাবাদ ব্যক্ত করেছেন। সুন্নী মতাদর্শ ভিত্তিক ইসলামী সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৪ আসন তথা চন্দনাইশ-সাতকানিয়া (আংশিক) এলাকার সংসদ সদস্য প্রার্থী বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মহাসচিব, অধ্যক্ষ শিহাব উদ্দীন মোহাম্মদ আবদুস সামাদের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা ৮ ডিসেম্বর (শুক্রবার) বিকালে দোহাজারী পৌরসভাস্থ একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ আবু তালেব বেলাল, যুগ্ম মহাসচিব যথাক্রমে মুহাম্মদ আব্দুর রহিম, মাও. রেজাউল করিম তালুকদার, অধ্যাপক আব্দুন নুর, মুহাম্মদ নুরুল্লাহ রায়হান খান, নির্বাচন পরিচালনা কমিটির সচিব ফয়েজ উল্লাহ খতিবি, মুখতার আহমদ শিবলি, ডা. কলিম উদ্দিন,আজিজুর রহমান, এডভোকেট মুজাম্মেল হক তালুকদার, মাওলানা মাসুম রেজভী, মুহাম্মদ ইমতিয়াজ, এম এ মতিন, আবু তালেব মঈনি,আখতার কামাল, যুবনেতা উপাধ্যক্ষ মামুন উদ্দিন সিদ্দিকী, মুহাম্মদ মহিউদ্দিন, নুরুল ইসলাম হিরু, মুহাম্মদ শরাফত আলী, ছাত্রসেনার সাবেক সভাপতি মারুফ রেজা, যুবনেতা আব্দুল মুবিন, ছাত্রনেতা সেকান্দর আলম, আনোয়ার হোসাইন,আরমান হোসাইন প্রমুখ।