পলাশ সেন। চট্টগ্রাম মহানগর প্রতিনিধি
ব্যাস্ততম নগরীর চট্টগ্রাম টেরিবাজারে দোকানের গ্রিল কেটে কাপড় চুরি করার সময় নিরাপত্তা প্রহরীর হাতে আটক হয় শরীফ নামের পেশাধার চোর।
সোমবার (১ এপ্রিল) ওই চোরকে হাতেনাতে ধরে বাজারের নিরাপত্তা প্রহরীরা। আটকের পর তাকে কোতোয়ালী থানায় সোপর্দ করা হয়।
গ্রেপ্তারকৃত শরীফ নারায়নগঞ্জের ফতুল্লার নন্দলাল পুরের ইদ্রিস আলীর ছেলে।
কোতোয়ালী থানার পরিদর্শক (ওসি) এস এম ওবায়েদুল হক জানান, শরীফ একজন পেশাদার চোর। বেশ কিছুদিন ধরে টেরিবাজারে বিভিন্ন দোকানের গ্রিল কেটে কাপড় চুরি করছিল সে। সোমবার সকালে বাজারের নিরাপত্তা প্রহরীরা কাপড় চুরির সময় হাতেনাতে ধরে ফেলে তাকে। ফতুল্লায় বাড়ি হলেও শরীফ হাটহাজারীর যুগীরহাট আমান বাজার এলাকায় ভাড়া বাসা থাকে।