অরুন নাথ,পটিয়া(চটগ্রাম) প্রতিনিধিঃ
চট্টগ্রাম দক্ষিণ জেলা পুজা উদযাপন পরিষদের উদ্যোগে দেবিপক্ষের সুচনা শুভ মহালয়া উপলক্ষে বোয়ালখালী শ্রীশ্রী চন্ডীতীর্থ মেধস আশ্রমে সারাদিন ব্যাপী অনুষ্ঠানমালার মধ্যে মহালয়া পুজা, চন্ডীযজ্ঞ, আলোচনা সভা এবং মহাপ্রসাদ বিতরণ অনুষ্ঠিত হয়।
বুধবার(২রা অক্টোবর) দিনব্যাপী এ অনুষ্টান চট্টগ্রাম দক্ষিণ জেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি সন্তোষ রন্জন দাশগুপ্ত এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক রুবেল দেব এর পরিচালনায় পৌরহিত্য করেন শ্রীমৎ স্বামী বুলবুলানন্দ মহারাজ।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা এডিশনাল পুলিশ সুপার বাবু সুদীপ্ত সরকার,বিশেষ অতিথি সহকারী পুলিশ সুপার( পটিয়া সার্কেল) মোঃ আরিফুর রহমান, বোয়ালখালী থানা অফিসার ইনচার্জ মোঃ গোলাম সরওয়ার,করলডেঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হামিদুল হক মন্নান সহ বাংলাদেশ সেনা বাহিনী কর্মকর্তাবৃন্দ,বিজিবি কর্মকর্তাবৃন্দ,জেলা ও থানা পুলিশ কর্মকর্তাবৃন্দ, চট্টগ্রাম দক্ষিণ জেলা পুজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক তাপস কুমার দে, পরিমল দেব, যুগ্ম সাধারণ সম্পাদক আশীষ মিত্র,পরিমল দত্ত, নরেশ কান্তি দেব,সাংগঠনিক সম্পাদক হারাধন দাশ, সহ-সাংগঠনিক রুবেল দত্ত, বোয়ালখালী উপজেলা পুজা উদযাপন পরিষদের স্বপন শীল,সাধারণ সম্পাদক ত্রিদীপ চৌধুরী (সুপেল) চন্দনাইশ উপজেলা সভাপতি অলক কুমার দে,পটিয়া উপজেলা সভাপতি মাধাই চন্দ্র নাথ,সাধারণ সম্পাদক রাজীব সেন সাতকানিয়া উপজেলা আহবায়ক গৌতম শংকর ধর,সদস্য সচিব রাজীব নন্দী,লোহাগড়া উপজেলা সভাপতি রাজু ধর রাজ,সাধারণ সম্পাদক সুজন নাথ,শ্যমল বিশ্বাস,মিহির বিশ্বাস,অধীর দে, প্রদীপ কুমার দে,সাংবাদিক অরুণ কান্তি নাথ,জুয়েল দাশ,যাদব সদ্দার, উজ্জ্বল ভট্টাচার্য, সন্জয় দাশ, মিলন মাস্টার, লিটন চৌধুরী, শ্যামল দাশ, সোনা চৌধুরী, প্রদীপ সিকদার,গনেশ দত্ত, বিষ্ণু পদ শীল,উজ্জ্বল ভৌমিক, শুক্লা চৌধুরী, সুমি দে,সৈব্য দাশ,নিপা দাশ,উষা দাশ প্রমুখ।