চট্টগ্রাম জেলা ট্রাক-মিনি ট্রাক মালিক ও শ্রমিক সমবায় সমিতি লিমিটেড এর আওতাধীন রানীরহাট উপ-কমিটির নবনির্বাচিত কার্যকরী কমিটি ও উপদেষ্টা মণ্ডলীর অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার(১৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলার রাজানগর ইউনিয়নের রানীরহাট কেবিএস কনভেনশন হলে রানীরহাট উপ-কমিটির সভাপতি কাজী রকিবুল হাসান মাসুদ’র সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য দেন চট্টগ্রাম জেলা ট্রাক- মিনিট্রাক মালিক ও শ্রমিক সমবায় সমিতি’র সভাপতি এস এম ফজলুল করিম, প্রধান বক্তা ছিলেন রাঙ্গামাটি জেলা সড়ক পরিবহন ট্রাক মালিক সমিতির সভাপতি ও রাণীরহাট উপ-কমিটির উপদেষ্টা মুহাম্মদ জাহেদুল আলম চৌধুরী।
বক্তব্য দেন ইসলামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মান্নান রনি, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি শাহেদ কামাল তালুকদার, ইসলামপুরের সাবেক চেয়ারম্যান দিদারুল আলম জসিম, চট্টগ্রাম জেলা ট্রাক- মিনি ট্রাক মালিক- শ্রমিক সমবায় সমিতি’র অর্থ সম্পাদক মো. আব্দুস সালাম, রানীরহাট উপ-কমিটির সাধারণ সম্পাদক এ.বি.এম সাইফুদ্দিন তালুকদার।
চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদল নেতা মুহাম্মদ রেজাউল করিমের সঞ্চালনায় উদ্বোধনী বক্তব্য দেন সমিতির সহ-সাধারণ সম্পাদক ইউসুফ সাগর, সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন, উপদেষ্টা মাহফুজ কোম্পানি। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক কাজী মহি উদ্দিনসহ অন্যান্যরা।