1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
শুক্রবার, ০৯ মে ২০২৫, ০২:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
চন্দনাইশে দক্ষিণ জেলা বিএনপির পূর্ণাঙ্গ আহবায়ক কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল চট্টগ্রাম পলোগ্রাউন্ড মাঠে তারুণ্যের সমাবেশ সফল করতে চন্দনাইশে প্রস্তুতি সভা নোয়াখালীর জেলা কারাগারের ১৮ ফুট দেয়াল টপকে আসামির পালানোর চেষ্টা বোয়ালখালীতে ভেজাল আইসক্রিম ও মিষ্টির কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চন্দনাইশের প্রখ্যাত চিকিৎসক ডা. নুরুল আমিনের দাফন সম্পন্ন সোনাইমুড়ীতে ধানের ফলনে খুশি কৃষক, ঘরেও তুলছেন নিশ্চিন্তে চন্দনাইশে প্রত্যাশী- সিমস প্রজেক্ট মাইগ্রেশন ফোরাম সদস্যদের “দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ বোয়ালখালীতে ভোর ৬টায় স্বাস্থ্য কমপ্লেক্সে এসেও আল্ট্রা করতে পারলেন না আয়েশা মাওলানা রইস উদ্দিন হত্যা : বিচার দাবিতে বোয়ালখালীতে সড়ক অবরোধ নোয়াখালীতে শ্রমিক দিবস উপলক্ষ্যে জিসপ’র আলোচনা সভা

চট্টগ্রামে বৈষম্যবিরোধী সেজে ঘরে ঢুকে অপহরণ ও মুক্তিপণ আদায় : গ্রেফতার ৪

  • প্রকাশিত: শুক্রবার, ৭ মার্চ, ২০২৫
  • ৮০ বার পড়া হয়েছে

পলাশ সেন, চট্টগ্রামঃ

চট্টগ্রাম নগরীতে রাতের বেলা নিজেদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি পরিচয়ে বাসায় ঢুকে একটি রপ্তানিমুখী প্রতিষ্ঠানের কর্মকর্তা ও তার গাড়িচালককে অপহরণ করে মুক্তিপণ আদায়ের অভিযোগ চারজনকে আটক করেছে পুলিশ।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লোক পরিচয়ে অপহরণ ও মুক্তিপণ আদায়ের ঘটনায় গ্রেপ্তারকৃতরা হলেন— নাজমুল আবেদীন, নইমুল আমিন, আরাফাত হোসেন ও রিসতি বিন ইউসুফ। তাদের সকলেই বয়স ২২ থেকে ২৩ বছর বয়সী। গ্রেফতারকৃতরা পুলিশের কাছেও নিজেদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি বলে দাবি করেছেন। অপহরণকারী দলের অপর সদস্য অপি, আলাউদ্দিন, আরাফাত ও আসিফ পলাতক রয়েছেন।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ এক প্রেসবিজ্ঞপ্তিতে ঘটনার বিস্তারিত উল্লেখ করে জানিয়েছে, বৃহস্পতিবার (৬ মার্চ) রাত ৮টার দিকে চট্টগ্রাম নগরীর আকবর শাহ থানার কর্ণেল হাটের প্রভাতী স্কুলের বিপরীতে অবস্থিত বাসা থেকে চট্টগ্রাম নগরীর ইপিজেডভিত্তিক প্যাসিফিক জিনসের সহকারী মহাব্যবস্থাপক আবেদীন আল মামুন এবং তার গাড়িচালক মো. জুয়েলকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি পরিচয় দিয়ে অপহরণকারীরা আবেদীন আল মামুনের স্ত্রী ফাতেমা আক্তারের কাছে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। মুক্তিপণের টাকা না আসা পর্যন্ত অপহরণকারীরা ওই কর্মকর্তা ও তার গাড়িচালককে একটি মাইক্রোবাসে ঢুকিয়ে পতেঙ্গা সমুদ্রসৈকত, পাহাড়তলী কর্নেল হাট ও আকবর শাহ এলাকায় ঘোরাতে থাকে। এর একপর্যায়ে আবেদীন আল মামুনের স্ত্রী ফাতেমা আক্তার ৫ লাখ টাকা মুক্তিপণ নগদে আদায় করেন। এছাড়া বাকি ১৫ লাখ টাকার একটি চেকও লিখিয়ে নেয় অপহরণকারীরা।

ইতিমধ্যে অপহরণের খবর ছড়িয়ে পড়লে চট্টগ্রাম নগর পুলিশ পুরো শহরে তল্লাশি অভিযান শুরু করে। একপর্যায়ে ফয়’স লেক চক্ষু হাসপাতালের সামনে আবেদীন আল মামুন ও তার গাড়িচালককে রেখে অপহরণকারীরা পালিয়ে যায়৷

ওই রাতেই নগরীর বিভিন্ন স্থানে পুলিশ অভিযান চালিয়ে অপহরণকারীদের মধ্যে নাজমুল আবেদীন, নইমুল আমিন, আরাফাত হোসেন ও রিসতি বিন ইউসুফকে আটক করে। এর মধ্যে নইমুল আমিনের কাট্টলীর বাসা থেকে মুক্তিপণের পাঁচ লাখ টাকা উদ্ধার করেছে পুলিশ।

পলাতকদের গ্রেফতারে অভিযান অব্যহত আছে বলে জানিয়েছে পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট