পলাশ সেন। চট্টগ্রাম প্রতিনিধি
উল্টো পথে গাড়ি চালানোয় বাধা দেওয়ায় চট্টগ্রাম মহানগরীতে ট্রাফিক পুলিশের এক সদস্যকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত চালক রফিকুল আলমকে আটক করেছে পুলিশ। আহত ট্রাফিক পুলিশের কন্সটেবল সোহরাব হোসেনকে পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (২৭ আগস্ট) দুপুর দেড়টার দিকে মহানগরীর খুলশী থানার এক নম্বর সড়কে হামলার ঘটনাটি হয়। চট্টগ্রাম নগর পুলিশের ডিসি (ট্রাফিক উত্তর) জয়নুল আবেদীন বিষয়টি নিশ্চিত করেছেন। চট্টগ্রাম নগর পুলিশের ডিসি (ট্রাফিক উত্তর) জয়নুল আবেদীন জানান, দুপুরে দেড়টার দিকে একটি প্রাডো পাজেরো জিপ (ঢাকা মেট্রো-ঘ ১৭-৪৮২৪) খুলশী ১ নম্বর রোডে উল্টো দিক থেকে এসে সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এ সময় সেখানে কর্তব্যরত ট্রাফিক কনস্টেবল সোহরাব হোসেন গাড়িটিকে উল্টো পথে চালাতে নিষেধ করেন। তখন গাড়ি চালক রফিকুল আলম নেমে এসে ট্রাফিক কনস্টেবলকে সোহরাবকে কিল-ঘুষি মারতে শুরু করেন। এতে সোহরাবের নাকের হাড় ভেঙে যায়। পরে সেখানে উপস্থিত ছাত্ররা চালকসহ গাড়িটি আটক করে খুলশী থানায় হস্তান্তর করেন। খুলশী থানার এসআই রাজীব দে জানান, ট্রাফিক কনস্টেবলের ওপর হামলাকারী প্রাডো গাড়ির চালক রফিকুল আলমকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন