ইউনাইটেড আন্তর্জাতিক মানবাধিকার ফাউন্ডেশনের উদ্যোগে মানবাধিকারের বিভিন্ন বিষয় নিয়ে চট্টগ্রামে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
৭ ফেব্রুয়ারি রোজ বুধবার রাত ৮ ঘটিকায় দৈনিক চট্টগ্রাম প্রতিদিনের কার্যালয়ে ইউনাইটেড আন্তর্জাতিক মানবাধিকার ফাউন্ডেশনের মহাসচিব মুহাম্মদ আলীর পরিচালনায় ও মাননীয় ডেপুটি এটর্নী জেনারেল এবং ইউনাইটেড আন্তর্জাতিক মানবাধিকার ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হাশেম এর সভাপতিত্বে মতবিনিময় অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক চট্টগ্রাম প্রতিদিনের সম্পাদক আয়ান শর্মা।
উক্ত সভায় আগামী ১ লা মার্চ ঢাকায় মানবাধিকার প্রতিনিধি সভা সফল করার লক্ষ্যে আলোচনা করা হয়।
এতে আরও উপস্থিত ছিলেন, আইন সহায়তা কেন্দ্র আসাক ফাউন্ডেশন চট্টগ্রাম মহানগর কমিটির সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম ; ডা: প্রত্যয় চক্রবর্তী,স্বরূপ দেব নাথ, সুজন কান্তি নাথ, এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক মোঃ ফয়জুল আলম প্রিন্স, বাংলাদেশ টুডের চট্টগ্রাম ব্যুরোচীপ এস এম আকাশ,চৌধুরী আহমেদ আকবর, মোঃ আব্দুল মতিন,নারী নেত্রী ও নারী উদ্যোক্তা মনীষা আক্তার শিমু।