প্রেস বিজ্ঞপ্তিঃ
অসহায় মানুষের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব ‘মানুষ মানুষের জন্য’। দরিদ্র অসহায় মানুষেরা দেশ ও সমাজের অংশ। তাই সমাজের বিত্তশালীসহ সকলের উচিত গরিব সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাড়াঁনো। শীত বস্ত্র বিতরণ শুধুমাত্র অসহায় মানুষের প্রতি করুণা নয়, তাদের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব। হৃদয়ের মানবতাবোধকে জাগ্রত করে সমাজের সকল সুবিধা বঞ্চিত মানুষের জন্য কাজ করতে হবে। সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের সহায়তায় শতাধিক শীতার্ত ও গরীব অসহায়দের মাঝে শীত বস্ত্র বিতরণ কালে বক্তারা একথা বলেন। এই মানবিক কার্যক্রম পুরো শীত জুড়ে চলবে।
আজ ১৮ জানুয়ারি ২০২৫ শনিবার বিকেলে রহমান নগর আ/এ সংগঠনের সিনিয়র সহ-সভাপতি লায়ন সাইফুল ইসলাম ভূঁইয়া রাসেল এর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক জাফর ইকবাল, যুগ্ন সম্পাদক আবছার উদ্দিন অলি, সালমা বেগম, মোরশেদ আলম, সাংবাদিক রোজী চৌধুরী, সাহ আলম, প্রয়াসের প্রতিষ্ঠাতা সভাপতি হাসান মুরাদ চৌধুরী মামুন প্রমুখ।