এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন এর উদ্যোগে চট্টগ্রাম শিল্প পুলিশ – সুপার মোঃ সুলাইমান মিয়ার সাথে সৌজন্যে সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
কর্মজীবী নারী শ্রমিকদের অধিকার ও সামাজিক নিরাপত্তা বিষয়ক গোল টেবিল আলোচনা বাস্তবায়নের লক্ষ্যে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের ৪ সদস্যের একটি প্রতিনিধি টিম ১ লা নভেম্বর রোজ বুধবার সকাল -১১ ঘটিকায় শিল্প পুলিশ সুপারের সাথে সৌজন্যে সাক্ষাৎ
ও মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।
এই সময় কর্মজীবী নারী শ্রমিকদের অধিকার ও সামাজিক নিরাপত্তা বিষয়ে বিভিন্ন আলোচনা করা করেন নেতৃবৃন্দ।
উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন শিল্প পুলিশ সুপার মোঃ সুলাইমান মিয়া; অতিরিক্ত পুলিশ সুপার নাদিয়া নূর; এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান রোটারিয়ান এস এম আজিজ, ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আরফান চৌধুরী আপেল, রোটারিয়ান কহিনুর খানম, ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও মহাসচিব মুহাম্মদ আলী, এসপি জসিম উদ্দিন, এএসপি মোঃ সেলিম প্রমূখ।
মতবিনিময় শেষে পুলিশ সুপারের হাতে সংগঠনের স্মারক তুলে দেন ফাউন্ডেশনের নেতৃবৃন্দ।