পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের আমৃত্যু সভাপতি প্রয়াত আখতারুজ্জামান চৌধুরী বাবুর শনিবার ১১ তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দ, আনোয়ারা-কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ, পটিয়া আখতারুজ্জমান চৌধুরী বাবু ফাউন্ডেশন, উপজেলা যুবলীগ শ্রমিকলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ পৃথক ভাবে কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে। ভূমি মন্ত্রী আলহাজ্ব সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি সকালে তাঁর বাবার কবর জিয়ারত করেন। পরে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানান।
দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল খতমে কোরআন, দোয়া মাহফিল, কবর জিয়ারত, পুষ্প মাল্য অর্পণ ও আলোচনা সভা। তাছাড়া আনোয়ারার বিভিন্ন সামাজিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠান বাবুর মৃত্যুবার্ষিকীর বিভিন্ন কর্মসূচি গ্রহন করেছে। কর্ণফুলী ব্রিজ থেকে আনোয়ারা উপজেলার নিজ বাড়ি হাইলধর পর্যন্ত ব্যানার বিলবোর্ড ফেস্টুন ছেয়ে গেছে। চট্টগ্রাম দক্ষিন জেলা আওয়ামীলীগ পক্ষ থেকে প্রয়াত আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য আখতারুজ্জমান চৌধুরী বাবু’র কবর জেয়ারত শেষে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় উপস্থিত ছিলেন ভূমিমন্ত্রী সাইফুজ্জমান চৌধুরী জাবেদ এমপি, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগ সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী, সহ-সভাপতি আবু সুফিয়ান, সাধারন সম্পাদক মফিজুল রহমান, যুগ্ম সাধারন সম্পাদক প্রদীপ দাশ, মোসলেম উদ্দিন মনসুর, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মির্জা কচির, অর্থ সম্পাদক মোস্তাফা রাজ, শ্রম বিষয়ক সম্পাদক খোরশেদ আলম, তথ্য ও গবেষনা সম্পাদক আবদুল কাদের সুজন, যুব ও ক্রীড়া সম্পাদক মোহাম্মদ ফারুক, দপ্তর সম্পাদক বিজয় কুমার বড়–য়া, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমদ আংকুর, আমম টিপু সুলতান চৌধুরী, হায়দার আলী রনি, সহ-প্রচার সম্পাদক জসিম উদ্দিন, কর্ণফুলী উপজেলা চেয়ারম্যান ফারুক চৌধুরী, আওয়ামীলীগ নেতা অধ্যাপক আবদুল মন্নান, মো: জসিম, সরোয়ার আলম সুজন, মঈনুল হক পারভেজ, মনির উদ্দিনসহ আওয়ামীলীগ যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।