কৃষক বাঁচাও দেশ বাঁচাও’ এই স্লোগান ধারণ করে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে বাংলাদেশ কৃষক লীগের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে পটিয়া উপজেলা কৃষক লীগ।
শনিবার ২০ এপ্রিল বিকাল ৪ঃ০০ টায় চট্টগ্রাম দক্ষিণ পটিয়া উপজেলায় বাংলাদেশ কৃষক লীগ এ উপলক্ষ্যে উপজেলার একটি সুনামধন্য কমিউনিটি সেন্টারে কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে উপজেলা কৃষক লীগ ৫২ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে। চট্টগ্রাম দক্ষিণ জেলা কৃষকলীগের সহ-সভাপতি ও পটিয়া উপজেলা কৃষক লীগের আহ্বায়ক সৈয়দ নুরুল আবছারের সভাপতিত্বে এবং সদস্য সচিব সৈয়দ মিয়া হাসান সঞ্চালনায় বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা কৃষকলীগ নেতা এম এ শাকুর, পটিয়া উপজেলার যুগ্ন আহবায়ক শেখ মোঃ আলমগীর আলম, উপজেলা কৃষক লীগের নেতা মোঃ নুরুল আমিন, প্রিয়তোষ বড়ুয়া রাজু, মহম্মদ শহিদুল্লাহ, মোঃ আব্দুল খালেক ,মোঃ জসিম উদ্দিন খান কমান্ডার, পটিয়া উপজেলা শাপলা কুড়ির সহ-সভাপতি আবু সাঈদ তালুকদার খোকন, উপজেলা কৃষকলীগ নেতা তৈয়ব রশিদ,বশিরুর আলম, মোঃ আবু তালেব জিরি ইউনিয়ন কৃষক লীগের সভাপতি মোঃ নোমান, কেলিশহর ইউনিয়ন কৃষকলীগের সভাপতি মোঃ খায়ের আহমদ, হাইদ গাঁও ইউনিয়ন কৃষকলীগের সভাপতি মোঃ কামাল উদ্দিন সওদাগর, ধলঘাট ইউনিয়ন কৃষক লীগের সভাপতি অমল দে, কৃষক লীগ নেতা আলিম, তারেক,
প্রমুখ। চট্টগ্রাম দক্ষিণ জেলা কৃষক লীগের সহ-সভাপতি ও পটিয়া উপজেলার আহ্বায়ক সৈয়দ নুরুল আবছার বলেন, উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ তৈরি করতে হলে প্রথমে বাংলাদেশে স্মার্ট কৃষি ও কৃষক তৈরি করতে হবে । তাহলে দারিদ্রমুক্ত ক্ষুধা মুক্ত উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠা করা সম্ভব হবে।