জাহাঙ্গীর আলম চৌধুরী
সিনিয়র স্টাফ রিপোর্টার
আওলাদে সিদ্দিকে আকবর (রা:) পাঁচ ত্বরিকার পীর ৩৬ বছর বনবাসী আধ্যাত্বিক সাধক ১৮ শতকের কবি বেলায়তের সম্রাট ইসলামী দার্শনিক ও রজয়ী ত্বরিকত ইমাম পীর মীর নুর মোহাম্মদ আল্লামা আলী রজা প্রকাশ কানু শাহ্ (রহ.)’র বার্ষিক বিষু ও ওরশ আগামীকাল ১৫ জানুয়ারী (সোমবার) আনোয়ারার ওষখাইন আলী নগর রজায়ী দরবার শরীফের বিশ্ব নূর মঞ্জিল প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। ওরশে আজ রবিবার খতমে বোখারী ও কাল ত্বরিকত মাহফিল,জীবনী আলোচনা,জিকির মাহফিলসহ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ইতিমধ্যে ওরশ শরীফ সফল ও সৌন্দর্যমন্ডিত উদযাপন করার লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে। এ ওরশে সভাপতি ও আখেরী মোনাজাত পরিচালনা করবেন দরবারের পীরজাদা আলহাজ্ব মোহাম্মদ খোরশেদ উল্লাহ রজায়ী (মা:জি:আ)। এতে দরবারের আশেক,ভক্ত,মুরিদানসহ সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন পীরজাদা নঈম উদ্দিন রজায়ী ও শাহজাদা ইমাম উদ্দিন রজায়ী।