চকরিয়া প্রতিনিধিঃ
বাংলাদেশ পুলিশ,কুমিল্লা হাইওয়ে রিজিয়নের অধিন,কক্সবাজারের চাকরিয়াস্থ মালুমঘাট হাইওয়ে থানা পুলিশের উদ্যোগে”ওপেন হাউজ ডে”সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বিকেলে ৪টার দিকে মালুমঘাট হাইওয়ে থানা কার্যালয়ের কনফারেন্স রুমে সভাটি সম্পন্ন হয়।
সভায় মালুমঘাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার এর সভাপতিত্বে এএসআই পিপলু বড়ুয়া সঞ্চালনায় সভাটি শুরু হয়েছে।
সভায় বক্তব্য রাখেন,সাংবাদিক জিয়াউল হক জিয়া,সাংবাদিক মো:শাহ আলম,বেলাম উদ্দিন (চালক),মোকতার আহমদ (কোম্পানি),নুর আহমদ(চালক)।
বক্তরা বলেন,মহাসড়কে থ্রি-হুইলার গাড়ী চালানো সরকারি ভাবে নিষিদ্ধ।তাই মহাসড়কে থ্রি-হুইলার গাড়ী চালাই না।তবে কারণ বর্শত গ্রামাঞ্চল থেকে যদি রোগী নিয়ে যেকোন সময় হাসপাতালে যাওয়া হয়।এসময় পুলিশ গাড়ী থামিয়ে রোগী দেখে ছেড়ে অনুরোধ করা হয়।এছাড়া মহাসড়কে গাড়ী ফেলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হয়েছে।
সভাপতির বক্তব্যে ওসি ইকবাল বাহার মজুমদার বলেন,সরকারি ভাবে মহাসড়কে থ্রি-হুইলার গাড়ী চালানো নিষিদ্ধ।তাই আপনারা অকারণে সড়ক উঠবেন না,উঠলে পুলিশ আইনাগত ব্যবস্হা নিবেন।কোন সুপারিশ চলবেনা।এছাড়া দূরপাল্লার যাত্রীবাহি বাস,ট্রাক সহ অন্যান্য গাড়ীর ডকুমেন্টস চেক সহ রানওয়ে প্রতিনিয়ত চেক-আপ চলছে,চলবে।অনিয়ম পেলে ব্যবস্হা।সুতরাং র্দুঘটনা এড়াতে সবাইকে সর্তক থাকার নির্দেশ দেন তিনি।
এসময় হাইওয়ে থানার সেকেন্ড অফিসার এসআই মোজাম্মেল সহ অন্যান্য পুলিশ সদস্য এবং খুটাখালী, ডুলাহাজারা ও মালুমঘাট এলাকার থ্রি-হুইলারসহ ছোট বড় গাড়ি গুলোর চালক ও কোম্পানীগণরা উপস্থিত ছিলেন।