জেপু.দত্ত,চকরিয়াঃ
কক্স এইড ফাউন্ডেশন এর অর্থায়নে”এলাকার পঙ্গু ব্যক্তিদেরকে হুইল চেয়ার ও অসহায় ব্যক্তিদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ করা হয়েছে।
গত ৩ জুলাই (বুধবার) দুপুর দেড়টার দিকে খুটাখালী বাজারের পূর্ব পাড়া সড়কের রাশেদ মেডিকোতে আনুষ্ঠানিক ভাবে হুইল চেয়ার ও গাছের চারা বিতরণ করা হয়।
হুইল চেয়ার ও গাছের চারা বিতরণে অনুষ্ঠানে-কক্স এইড ফাউন্ডেশন এর চেয়ারম্যান মুহাম্মদ আব্দুর রহিম,কার্যনির্বাহী সদস্য উম্মে হারিছা ও বিশিষ্ট সমাজ সেবক রাশেদ মেডিকোর মালিক রাশেদুল ইসলাম,বিশিষ্ট শিক্ষাবিদ মাষ্টার এস.এম আবুল হোছাইন সহ আরো গণ্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
হুইল চেয়ার প্রাপ্ত এলাকার পঙ্গু ব্যক্তিরা হলেন-খুটাখালী ইউনিয়নের ৯নং মর্তুজা বেগম,আব্দু নবী,৪নং ওয়ার্ডের নুরুল ইসলাম,৬নং ওয়ার্ডের মুহাম্মদ ইউনুছ,জুবাইদা আকতার,সেলিনা আকতার,মনোয়ার আলম,সাকিবুল ইসলাম,আহমদ হোছন ও ফাতেমা খাতুন।
গাছের পেয়েছেন যারা,তারা হলেন-আব্দুল মালেক,খালেদা বেগম,ছালেহা বেগম,মাঈন উদ্দিন,আরমান,আব্দুর রহিম,সোহেল।
এবিষয়ে কক্স এইড ফাউন্ডেশন এর চেয়ারম্যান মুহাম্মদ আব্দুর রহিম জানান-২০২১ সাল থেকে ফাউন্ডেশনের কার্যক্রম শুরু করি।ফাউন্ডেশনটি সরকারী রেজিষ্ট্রেশন পাওয়ার জন্য আবেদন করেছি।তখন থেকে ফাউন্ডেশনের অর্থায়নে পবিত্র রমজান,ঈদুল আযহা সহ বিভিন্ন সময় আমরা ইউনিয়নের প্রত্যক ওয়ার্ডের গরীব,অসহায় নারী-পুরুষ এর মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করে আসছি।তারই ধারাবাহিকতায় গত ৩জুলাই দুপুরে রাশেদ মেডিকোর বারান্দায় ১০ জন পঙ্গু ব্যক্তিকে হুইল চেয়ার ও ৬জন ব্যক্তিকে গাছের চারা বিনামূল্যে বিতরণ করেছি।এভাবে আমরা ফাউন্ডেশনের অর্থায়নে জনস্বার্থে আরো বিভিন্ন কাজ করার পরিকল্পনা হাতে নিয়েছি।বর্তমানে ফাউন্ডেশনটির প্রধান কার্যালয় মাল্টিমিডিয়া বিজনেস পয়েন্টের এটেস্ট পশ্চিম পাশে রয়েছে।