মোঃ ইদু খান স্টাফ রিপোর্টার:
আওয়ামী লীগ সরকারের বিগত দিনের উন্নয়ন কর্মকাণ্ড জনগণের মাঝে তুলে ধরে উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করার জন্য গ্রামেগঞ্জে রাস্তাঘাটে রাতের আঁধারে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ৭ জানুয়ারী আওয়ামী-লীগ সরকারে নৌকায় ভোট চাচ্ছেন দিরাই উপজেলার ৯নং কুলঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান একরার হোসেন একরার।
মাদার অব হিউম্যানেটি,বিশ্বশান্তির অগ্রদূত, আধুনিক বাংলাদেশের রূপকার,জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের বার্তা ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন সুনামগঞ্জ-০২ নির্বাচনী এলাকা দিরাই শাল্লা প্রত্যন্ত গ্রাম-গঞ্জে রাতদিন চালাচ্ছেন নৌকার পক্ষে নির্বাচনী গণসংযোগ।
আওয়ামীলীগ নেতা ও কুলঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান একরার হোসেন একরার তার সহকর্মীদের নিয়ে রাতের অন্ধকার কিংবা দিনের আলোয় ভোরের কোয়াশায় কিংবা রোদেলা দুপরে আপন মনে ছোটে চলেছেন দিরাই শাল্লা প্রতিটি ইউনিয়নের গ্রামের পর গ্রামে এক ওয়ার্ড থেকে অন্য ওয়ার্ডে এক এলাকা থেকে অন্য এলাকায়
দিরাই উপজেলা আওয়ামীলীগ নেতা ও কুলঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান জনাব একরার হোসেন একরার বলেন, জননেত্রী শেখ হাসিনা ঘোষিত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আগামী ৭ জানুয়ারি সারাদিন সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী জননেতা চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ-কে নৌকা মার্কায় ভোট দিন।