বোয়ালখালী প্রতিনিধি:
বোয়ালখালী পৌর সদরের গোমদণ্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষানুরাগী সদস্য নির্বাচিত হয়েছেন সাংবাদিক মুহাম্মদ নাজিম উদ্দিন।
শনিবার (১৬ মার্চ) অনুষ্ঠিত নব নির্বাচিত বিদ্যালয় পরিচালনা কমিটির প্রথম সভায় তাকে শিক্ষানুরাগী সদস্য নির্বাচিত করা হয়।
পরিচালনা কমিটির সভাপতি রেজাউল করিম বাবুলের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক মো.খসরু পারভেজের সঞ্চালনায় এই সভায় বক্তব্য রাখেন, সিনিয়র শিক্ষক সাংবাদিক এসএম মনজুর আলম, সাংবাদিক সিরাজুল ইসলাম, শিক্ষক বিপ্লব সরকার, দিল আফরোজা পারভীন, অভিভাবক সদস্য মোহাম্মদ আবুল আজাদ, কাউন্সিলর মো.ইসমাইল হোসেন আবু, মো.কফিল উদ্দিন ও নিলু আক্তার।
চট্টগ্রাম প্রেস ক্লাব সদস্য সাংবাদিক মুহাম্মদ নাজিম উদ্দিন পশ্চিম গোমদণ্ডী বহদ্দারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি। তিনি দৈনিক পূর্বকোণ পত্রিকায় স্টাফ রিপোর্টার হিসেবে দীর্ঘদিন ধরে কর্মরত রয়েছেন।